ঢাকা, ২২ নভেম্বর- অবশেষে নিজেদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনলেন অভিনেতা শিবলী নোমান ও অভিনেত্রী নিশাত প্রিয়ম। চলতি বছরের অক্টোবরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করলেও তা বাইরের কাউকে জানান নি তারা। এ বিষয়ে চিত্রনায়ক শিবলী নোমান বলেন, আমাদের বিয়েটা পরিবারের সিদ্ধান্তেই হয়েছে। আমরা আমাদের পছন্দের বিষয়টি পরিবারকে জানাই। দুই পরিবারের আলোচনা শেষে পরিচয়ের চার মাসের মাথায় ১১ অক্টোবর আমরা বিয়ে করি। পরিচয় সময়টা কম হলেও আমাদের মধ্যে বোঝাপড়াটা চমৎকার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তবে প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। বলেন, আমরা আসলে প্রেম করিনি। বন্ধুত্ব হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরিবারের অমত না থাকায় সবকিছু সুন্দরভাবে হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে একটি বিজ্ঞাপনের জুটি হয়ে অভিনয় করেন শিবলী ও নিশাত। সে সময়ই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেন। একে অপরের মধ্যে ভালোলাগা তৈরি হয়। সেই ভালো লাগা গড়ায় ভালোবাসাতে। আর/০৮:১৪/২১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37wtLAk
November 22, 2019 at 03:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top