আগরতলা, ২৬ নভেম্বর- ত্রিপুরায় এনআরসি বাস্তবায়ন করা হলে তাকেও পদ থেকে অব্যাহতি দিতে বলে জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তার এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। বিপ্লব কুমার দেব জানান, ত্রিপুরায় যদি এনআরসি বাস্তবায়ন করা হয়, তাহলে তার আর মুখ্যমন্ত্রীর পদে থাকা হবে না। কারণ তার বাবা এবং আত্মীয়-স্বজনরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। বিপ্লব কুমারের ভাষায়, আমার বাবা বাংলাদেশ থেকে এসেছেন। এখানে এসে বাবা তার নাগরিকত্ব কার্ড পেয়েছিলেন। তারপর ত্রিপুরায় আমার জন্ম হয়। সুতরাং এনআরসির জন্য যদি কারও ক্ষতি হয়, তাহলে প্রথমে আমিও মুখ্যমন্ত্রিত্ব হারাব। আমি কি বোকা যে মুখ্যমন্ত্রিত্ব হারানোর জন্য এনআরসি বাস্তবায়ন করতে দেব? ফেসবুক, টুইটারসহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার মন্তব্যের সমালোচনা করছেন। অনেকে আবার বলছেন, তিনি নিরাপদে থাকবেন। কারণ দেশটির সরকার নাগরিকত্ব সংশোধনী বিলটি নিয়ে পর্যালোচনা করছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও কালিয়াগঞ্জের উপনির্বাচনের প্রচারণায় অংশ নিতে দুদিন আগে সেখানে গিয়েছিলেন ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারণা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি সেই সংবাদ সম্মেলনের। এন কে / ২৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XLzzle
November 26, 2019 at 04:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন