ঢাকা, ১১ নভেম্বর - দুঃসময় যেন পিছু ছাড়ছেনা বিশ্বসেরা অলরান্ডার সাকিব আল হাসানের। ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর এবার পেলন আরও একটি দুঃসংবাদ। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে তার কাঁকড়া খামার সাকিব অ্যাগ্রো ফার্ম। সাতক্ষীরা জেলার বুড়োয়ালি অঞ্চলে ৫০ বিঘা জমির উপর কাঁকড়া চাষের খামার গড়ে তুলছিলেন সাকিব। খামারের নির্মাণ কাজ প্রায় শেষ। এই খামারের নাম সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড। সব ঠিক থাকলে আগামী বছরে যাবতীয় কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুল সাকিবের এই সাধের খামারের বেহাল দশা করে দিল। কাঁকড়ার চাষের জন্য বসানো হয়েছিল প্রায় ৫০ হাজার বক্স। ৩০ বিঘা জমিতে চিংড়ির ঘেরও ছিল। বুলবুলের তোপে সব ভেসে গেছে। তবে ঠিক কতো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা না পাওয়া গেলেও, ক্ষতির পরিমাণ কোটি টাকার কম বলে মনে হচ্ছে না। সাকিবের এই আধুনিক অ্যাগ্রো ফার্মটি চালু হলে প্রায় ১৫০ জনের মত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ১১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WZJPG8
November 11, 2019 at 09:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top