ঢাকা, ১১ নভেম্বর - কনের সাজে রাতের রাস্তাায় ঘুরে বেরাচ্ছেন তানজিন তিশা। চোখে-মুখে ভয়ের ছাপ। নিজের চারপাশে তাকিয়ে কাউকে খুজছেন তিশা। মুহুর্তেই আরফান নিশো বরের সাজে হাজির। নাটকের শুরুতে দর্শক এটাই ধরে নিয়েছেন যে, বিয়ের আসর থেকে প্রেমিকাকে নিয়ে পালাচ্ছেন এক প্রেমিক। হ্যাঁ, নিশো আর তিশা পালাচ্ছেন ঠিকই , তবে তারা কি প্রেমিক প্রেমিকা? এটা দেখতে হবে পুরো নাটকেই। এছাড়া নাটকটির একটা দৃশ্যে নামাজ পড়তে দেখা যাচ্ছে নিশোকে। অনেকেই প্রশংসা করেছেন দৃশ্যটির। একজন দর্শক কমেন্ট ঘরে লিখেছেন, সাভাবিক ভাবে বাংলা নাটকে নামাজের দৃশ্য দেখা যায়না তো এখন দেখে ভালো লাগছে। অন্য আরেক জন কমেন্ট করেছেন, ভাই এই নাটকে নামাজকে সম্মান করা হয়েছে। মাশাল্লাহ। কাজল আরেফিন অমি অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নাটক পরিবেশন করার জন্য। অনলি মি নাটকটি গত ৬ নভেম্বর ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি। ইউটিউবে প্রকাশের পরপরই নিশো-তিশার অনবদ্য অভিনয়, ভিন্ন গল্প আর নির্মাণ শৈলীর কারণে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে এটি। ৫ দিনেই ২২ লাখেরও বেশিবার দেখা হয়েছে নাটকটি। নাটকটি প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, আমার প্রতিটি নাটকই আমি দর্শকদের ভিন্ন মাত্রার বিনোদন দেওয়ার চেষ্টা করি। তবে, অনলি মি নাটকটিতে একটু বেশিই ভিন্নতা পেয়েছেন দর্শক। নিশোর চরিত্রটি নিশো ভক্তদের আনন্দ দিয়েছে। গল্পটা সাধারণ, আমাদের চারপাশ থেকেই পাওয়া। মোশনরক এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত অনলি মি নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি । এতে নিশো- তিশা ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশসহ আরও অনেকে। এন এইচ, ১১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34H7IVA
November 11, 2019 at 09:08AM
11 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top