গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্ব নিশ্চিত করলো তার দল পর্তুগাল। রোববার রাতে লুক্সেমবার্গকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে বাছাইপর্বের বাধা পেরিয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। রোনালদো পেয়েছেন তার ৯৯তম আন্তর্জাতিক গোল, পঞ্চমবারের মতো খেলতে যাচ্ছেন ইউরো চ্যাম্পিয়নশিপে। দলকে মূলপর্বে ওঠাতে অবদান রাখতে পারায় নিজেও ভীষণ খুশি জুভেন্টাস তারকা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও ফেবারিট থাকবে এমনটা মানতে নারাজ পর্তুগিজ যুবরাজ। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পর্তুগাল। যার ফলশ্রুতিতে ৩৯ মিনিটে এগিয়েও যায় তারা। বের্নার্দো সিলভার উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে গোল করেন ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে অবশ্য লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে লুক্সেমবার্গ। তবে বলার মতো সুযোগ পায়নি। ৭৮ মিনিটে উল্টো বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়ে যায় পর্তুগাল। রোনালদো শট নিলেও অবশ্য গোল করতে পারেননি। তবে সেই আক্ষেপ ঘুচাতে বেশি সময় নেননি জুভেন্টাস ফরোয়ার্ড। ম্যাচের ৮৬তম মিনিটে ব্যবধান ২-০ করেন তিনিই। দিয়োগো জোতার নেওয়া শট আটকাতে গিয়ে পড়ে গিয়েছিলেন লুক্সেমবার্গ গোলরক্ষক। তার কাঁধে লেগে ফিরে আসা বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন রোনালদো। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qoDiJ1
November 18, 2019 at 06:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top