ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে ফ্রান্সের খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাছাইপর্বে এ গ্রুপের শেষ ম্যাচটি ছিল তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। এমন ম্যাচেও আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। আঁতোয়া গ্রিজম্যাজের মাপা ফ্রি-কিক থেকে হেডে দারুণ এক গোল করেন কোরেন্তিন তোলিসো। জাতীয় দলের জার্সিতে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের এটিই প্রথম গোল। ৩১তম মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান। বাঁ দিক থেকে লিও দোবিওসের নিচু ক্রসে বল পেয়ে সেটি সহজেই জালে জড়িয়ে দেন বার্সেলোনা ফরোয়ার্ড। বিশ্বচ্যাম্পিয়নরা আরও একটি গোল পেতে পারতো বিরতির পর। কিন্তু অলিভার জিরুর দুইবারের প্রচেষ্টা নস্যাত করে দেন আলবেনিয়া গোলরক্ষক এতরিত বেরিসা। একটি বল লাগে পোস্টেও। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। ফ্রান্সের কোচ হিসেবে এটি ছিল দিদিয়ের দেশমের ১০০তম ম্যাচ। গ্রুপের আরেক ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক। ফ্রান্সের সঙ্গে তারাও ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে সরাসরি জায়গা করে নিয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r5IYaN
November 18, 2019 at 06:35AM
18 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top