ঢাকা, ১৮ ডিসেম্বর - ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে পাঁচফোড়ন শিরোনামের পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজ। এখানে তিনটি চলচ্চিত্র নির্মাণ করবেন কলকাতার তিনজন পরিচালক ও বাংলাদেশ থেকে দুইজন নির্মাণ করবেন দুটি। আসছে ভালোবাসা দিবসে এগুলো মুক্তি পাবে অনলাইন প্লাটফর্ম হৈচৈ-এ। সেই সিরিজের একটি ডোনার। এরইমধ্যে সেটি নির্মিত হয়েছে বাংলাদেশের নন্দিত পরিচালক নূরুল আলম আতিকের নির্দেশনায়। গেল ১২-১৪ ডিসেম্বর ময়মনসিংহ এসকে ও লিবার্টি হাসপাতালে এবং গৌরিপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, অর্চিতা স্পর্শিয়া, ইয়াশ রোহানসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি ডোনার-এর গল্প ও চিত্রনাট্যও করেছেন নূরুল আলম আতিক। পরিচালক জানান, ভালোবাসা দিবস কেন্দ্রিক নির্মাণ হলেও ডোনার-এর গল্পটা সচরাচর প্রচারিত ভালোবাসার গল্পের মতো নয়। গল্প বলায় ও নির্মাণে ভিন্নতা খুঁজে পাবেন দর্শক। অন্যদিকে পাঁচফোড়ন সিরিজে বাংলাদেশ থেকে অন্য চলচ্চিত্রটি পরিচালনা করবেন গিয়াস উদ্দিন সেলিম। এন এইচ, ১৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35AddWL
December 18, 2019 at 09:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন