ঢাকা, ১৮ ডিসেম্বর - সৈয়দ হাসান ইমাম। বাংলাদেশের একজন বর্ষীয়ান অভিনেতা, আবৃত্তিকার এবং স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব তিনি। ১৯৭১ সালে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের নাট্য বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন এই গুণী অভিনেতা। ৮০ ছাড়িয়ে গেছেন তিনি। এখনো অভিনয় করে চলেছেন সমান তালে। আগামী ২০ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাবে তার অভিনীত নতুন সিনেমা গহীনের গান। এখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম। আর এই সিনেমার নায়ক হয়ে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবিটি মুক্তির মাত্র কয়েক দিন বাকি। প্রচারণার অংশ হিসেবে দেয়ালে দেয়ালে লেগেছে গহীনের গান সিনেমার পোস্টার। আর সেই সিনেমার পোস্টার ছেঁড়ার অভিযোগ তুলেছেন আসিফ আকবর। মঙ্গলবার রাত ২টায় কয়েকটি ছেঁড়া পোস্টারের ছবি শেয়ার করেন আসিফ। তার অফিসের নীচতলায় তোলা ছবি এগুলো। ছবির সঙ্গে দীর্ঘ একটি ফেসবুক পোস্টও দিয়েছেন তিনি। আসিফ আকবর লিখেছেন ক্ষমতায় মোহে মোহাগ্রস্ত ক্ষমতাধরদের আংশিক দাপট এই পোস্টার ছেঁড়া, পাশাপাশি হুমকি দাতা ভাইদের একাংশের ভূমিকার চিত্র এটা। আমার মালিকানাধীন অফিসের নীচ তলার পার্কিংয়ে তাদের হেডম শো চলছে। সকালে বাকি পোস্টার ছেঁড়ার হুমকি আছে। আমি যা কিংবা তা, সর্বজন শ্রদ্ধেয় হাসান ইমাম স্যারও রক্ষা পাননি। আমরা আবারও পোস্টার লাগাবো, তারা ক্ষমতায় মোহে আক্রান্ত রোগী হিসেবে শুধু ছিঁড়তেই পারবে, এটাই তাদের যোগ্যতা। হয়তো আমাকে মেরেও ফেলবে, এটাও তাদের ক্ষমতার অংশ, এতে আমিও খুশি হবো। আমি শিল্পী হিসেবে বিনয়ী, তাই মেরে ফেললেও হাসিমুখে বিনয় দেখাবো। অভিযোগ করবো না, কারণ গহীনের গান জীবনের গল্প বলবে। আর মানুষ চায় শিল্পীরা বিনয়ী থাকুক, মানসম্মান কিংবা প্রাণ মূখ্য বিষয় নয় এখানে। পর্দার ভিতরে বাইরে অনেক ক্লাইম্যাক্স নিয়ে আসছে গহীনের গান। এর আগে এফডিসির সামনে লাগানো পোস্টারও দুর্বৃত্তরা ছিঁড়ে ছিল। বারবার পোস্টার ছেঁড়া নিয়ে এখন একটাই প্রশ্ন কারা এই অন্যায় কাজটি করছে। ছবিটিতে সৈয়দ হাসান ইমান, আসিফ আকবর ছাড়া আরও অভিনয় করেছেন তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুন। সিনেমাটিতে গান লিখেছেন গীতিকার তরুন মুন্সী, সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার, পল্লব সান্যাল, রেজাউল করিম লিমন। এন এইচ, ১৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PvpKp1
December 18, 2019 at 09:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top