চট্টগ্রাম, ২০ ডিসেম্বর - মোহাম্মদ নাইম ব্যাট হাতে ঝড় তুললেন। ৩২ বলে খেললেন ৪৯ রানের মারকুটে এক ইনিংস। তারপরও দলের পুঁজিটা বড় হলো না। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে রংপুর রেঞ্জার্সকে ৯ উইকেটে ১৩৭ রানেই আটকে দিয়েছে খুলনা টাইগার্স। খুলনার বোলারদের তোপে শুরু থেকেই স্বস্তিতে ছিল না টস হেরে ব্যাট করতে নামা রংপুর। বিধ্বংসী চেহারায় দাঁড়িয়ে যাওয়ার আগেই মোহাম্মদ শাহজাদকে (৭ বলে ১১) সাজঘরের পথ দেখিয়ে দেন মোহাম্মদ আমির। এরপর টানা দুই ওভারে দুই উইকেট তুলে নেন শফিউল ইসলাম। ক্যামেরুন ডেলপোর্ট (৪) আর নাদিফ চৌধুরী (০) হন ডানহাতি এই পেসারের শিকার। ১২তম ওভারে এসে রানআউটের শিকার হন ঝড়ো গতিতে এগিয়ে যাওয়া নাইম। ৩২ বলে তার ৪৯ রানের ইনিংসটি ছিল ৫ চার আর ২ ছক্কায় সাজানো। মোহাম্মদ নবীও ৪ রানের বেশি এগোতে পারেননি। আমিরের হাতে ফিরতি ক্যাচ দেন আফগান এই অলরাউন্ডার। ফজলে মাহমুদ অবশ্য তারপরও চালিয়ে খেলছিলেন। ৩৩ বলে ২টি করে চার ছক্কায় ৪২ রান করা এই ব্যাটসম্যানকে দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ বানান শফিউল। এরপর আর ৫ রান যোগ করতে ৩ উইকেট হারিয়েছে রংপুর, এই তিন উইকেটই পড়েছে শেষ ওভারে। শেষ ওভারের শেষ বলে ২০ বলে ২২ রান করে আউট হন লুইস গ্রেগরি। খুলনার বোলারদের মধ্যে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শফিউল ইসলাম। ৪ ওভারে ২১ রান খরচায় তিনি নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার শহিদুল ইসলাম আর মোহাম্মদ আমিরের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Z8L3jn
December 20, 2019 at 02:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন