মুম্বাই, ২০ ডিসেম্বর - অবশেষে মুক্তি পেল সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা দাবাং থ্রি। আজ শুক্রবার ভারতের ৩ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি ভাষার পাশাপাশি কন্নড়, তামিল ও তেলুগুতেও ডাবিং করা হয়েছে ছবিটি। মুক্তির আগেই নানা কারণে আলোচনায় ছিলো দাবাং থ্রি। সাড়া ফেলে ছিলো সিনেমার টিজার, ট্রেলার, গান। সব মিলিয়ে ছবিটির ভালো ব্যবসা হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, দাবাং থ্রি মুক্তির দিনেই আয় করবে ২৫ থেকে ৩০ কোটি রুপি। সালমান খানের এর আগের মুক্তি পাওয়া ভারত ছবিটি মুক্তির দিন ৪২ কোটি রুপি আয় করেছিলো। এর আগে দাবাং -এর দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেদর্শক। তবে চুলবুল পাণ্ডের এই দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হযে ওঠার নেপথ্যের কাহিনিটা দেখানো হচ্ছে এই পর্বে। ২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা। দাবাং থ্রিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। এই ছবিতে আরো রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/375hqT1
December 20, 2019 at 02:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top