ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিকে হুঙ্কার দিয়ে একের পর এক জয় তুলে নিচ্ছে লেস্টার সিটি। তবে মুখোমুখি দেখায় আর পারলো না ২০১৫-১৬ মৌসুমে রূপকথার জন্ম দিয়ে শিরোপা জেতা লেস্টার। ঘরের মাঠে লেস্টারকে ৩-১ গোলে সহজেই হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। ইতিহাদ স্টেডিয়ামে অবশ্য শুরুটা ভালো করেনি সিটিজেনরা। ২২ মিনিটে তারা একটি গোল হজম করে বসে। দুর্দান্ত ফর্মে থাকা জেমি ভার্ডির গোলে লিড পায় লেস্টার। কিন্তু ৩০ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে সমতা পায় স্বাগতিকরা। আর ৪৩ মিনিটে ইলকাই গুনদোগান ও ৬৯ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। লিগে ১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল সিটি। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে লেস্টার। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৭ ম্যাচে ৪৯। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর এন এইচ, ২২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZcWIh6
December 22, 2019 at 07:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top