ঢাকা, ২২ ডিসেম্বর- পাকিস্তানের মাটিতে টেস্ট নয়, শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জানুয়ারিতে পাকিস্তানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও টেস্ট খেলতে নারাজ বিসিবি। এটি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ইতোমধ্যে জানানো হয়েছে। তবে কি কারণে পাকিস্তানে টেস্ট খেলতে চায় না বাংলাদেশের কাছে সেই ব্যাখ্যা চেয়েছে পিসিবি। এর ব্যাখ্যাও পিসিবিকে দেওয়া হয়েছে। পাকিস্তানে টেস্ট খেলতে না চাওয়ার কারণ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। সুজন বলেন, আমাদের সঙ্গে পাকিস্তান বোর্ডের যোগাযোগ হচ্ছে। অবশ্যই তারা চাইবে পুরো সিরিজটা খেলার জন্য। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং কেন চাচ্ছি না সে বিষয়গুলোও বলেছি। পিসিবি তাদের দিক থেকে বিবেচনা করছে, আমরাও আমাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছি। তিনি বলেন, দেখুন, নিরাপত্তার কারণে পিসিবির প্রতি আমাদের পরামর্শ হচ্ছে একটা ভেন্যুতে ম্যাচ আয়োজন। সার্বিক দিক বিবেচনা করে তারা পুনর্বিবেচনা করবে। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে আমরা অন্যান্য বিষয়গুলা দেখবো। বিষয়গুলো বিবেচনা করেই আমারা এই ধরণের চিন্তা ভাবনা করছি। নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলা নিয়ে সুজন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবিকে জানিয়েছে যে, আমরা কেবলমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাচ্ছি এবং দুটি টেস্ট ম্যাচ অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার আয়োজন করা যেতে পারে। এর মধ্যে বিভিন্ন কথা এসেছে, সংক্ষিপ্ত ভার্সনে যেতে পারলে লঙ্গার ভার্সনে কেন না। আসলে নিরাপত্তা বিশ্লেষকরা বুঝতে পারবেন যে, একটা সংক্ষিপ্ত সময় সেখানে থাকা আর দীর্ঘ সময়ে সেখানে থাকার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। নিজামউদ্দিন বলেন, সরকারের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তান সফর করেছে এবং তাদের একটা রিপোর্ট পেয়েছি আমরা। এছাড়া পাকিস্তানের বাংলাদেশ হাই-কমিশনের সঙ্গেও যোগাযোগ হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য কর্মকর্তা নিয়োগ দেয় আইসিসি। সেক্ষেত্রে আমরা হয়তো আইসিসির সঙ্গেও যোগাযোগ করব এবং তাদের একটা স্বাধীন মতামত নেওয়ার চেষ্টা করবো। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tCueBC
December 22, 2019 at 07:53AM
22 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top