মুম্বাই, ২২ ডিসেম্বর - বলিউড তারকাদের মধ্যেও বেশ প্রিয় জুটি বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালাল। তাদের ভালোবাসা খবর সবার জানা। সেই ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব। কলেজ জীবনে এসে সম্পর্কটি রুপ নেয় ভালোবাসায়। সেই সম্পর্ক উপভোগ করছেন তারা দীর্ঘদিন ধরেই। এবার তাদের বিয়ের সানাই বাজতে চলেছে। পিঙ্ক ভিলা সূত্রে জানা গেছে, নতুন বছর ২০২০ সালেই বিয়ে করতে যাচ্ছেন তারা। বিয়ের তারিখ চূড়ান্ত না হলেও বরুণ জানিয়েছেন এপ্রিলের শেষে কিংবা মে মাসের শুরুতেই দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করবেন তিনি। গত বছরের নভেম্বর থেকেই বলিপাড়ায় বরুণ ধাওয়ান ও তার ছোটবেলার বন্ধু-প্রেমিকা নাতাশা দালালের বিয়ের গুঞ্জন ওঠে। সে সময় করণ জোহারের কফি উইথ করণ অনুষ্ঠানে হাজির হয়ে পেশায় পোশাক ডিজাইনার নাতাশার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেন বরুণ। এমনকি ভবিষ্যতে তাকে বিয়ে করার সিদ্ধান্তের কথাও জানান। সেই সময় বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ান সংবাদমাধ্যমে ছেলের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন। সেখানে তিনি জানিয়ে ছিলেন, আসছে বছরই বিয়ে করবেন তার ছেলে। তার কথামতো বরুণের বিয়ের আর খুব বেশি দেরি নেই। ডেভিড ধাওয়ান বলেন, বরুণ এখন বেশ জনপ্রিয়। তার হাতে অনেক কাজ। তবুও সে বিয়ের কথা ভাবছে এটা পরিবারের জন্য আনন্দের সংবাদ। আমরা বেশ ধুমধাম করেই ছেলের বিয়ে দেবো। সময়মতো সবই জানানো হবে। এন এইচ, ২২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EHkusj
December 22, 2019 at 07:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top