নাপোলির কোচ হিসেবে বরখাস্ত হওয়ার মাসেই নতুন চাকরি খুঁজে পেলেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে আনুষ্ঠানিকভাবে নিজেদের হেড কোচ হিসেবে ঘোষণা দিয়েছে ইংলিশ ক্লাব এভারটন, চুক্তি হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। গত ৫ ডিসেম্বর নগর প্রতিদ্বন্দ্বি লিভারপুলের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয় এভারটন। প্রিমিয়ার লিগে তারা নেমে যায় রেলিগেশনে। যার ফলশ্রুতিতে চাকরি হারান দলটির পর্তুগিজ কোচ মার্কো সিলভা। সিলভাকে সরিয়ে দেয়ার পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে ক্লাব লিজেন্ড ডানকান ফার্গুসনকে দিয়ে কাজ চালিয়েছে এভারটন। এবার স্থায়ী কোচের নাম ঘোষণা করলো দলটি। লিগে বর্তমানে ১৬তম অবস্থানে থাকা দলকে টেনে তুলতে হবে আনচেলত্তিকে। এর আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে কাজ করার অভিজ্ঞতা আছে এই কোচের। ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে চেলসির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ইতালিয়ান। সে সময় তার কোচিংয়ে ঘরোয়া লিগ শিরোপার সঙ্গে এফএ কাপ জেতে চেলসি। তবে প্রথম বছরটা দারুণ কাটলেও দ্বিতীয় বছরের শেষের দিকেই ইস্ট লন্ডন থেকে চাকরি হারান আনচেলত্তি। সেখান থেকে ফরাসি লিগ পিএসজির কোচ হিসেবে দায়িত্ব নেন, সাফল্যও পান। তারপর একে একে কোচ হিসেবে কাজ করেছেন রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং সবশেষ নাপোলির হয়ে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tHqxL7
December 22, 2019 at 07:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top