ঢাকা, ২৮ ডিসেম্বর - ১২৪ রানের ছোট্ট মামুলি পুঁজি। এই সামান্য রান করে কি আর আকাশে উড়তে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানো সম্ভব? এমন একজন ঢাকা সমর্থকও হয়তো খুঁজে পাওয়া যাবে না, যারা আজ (শুক্রবার) এই পুঁজি নিয়েও জয়ের কথা ভেবেছিলেন। কিন্তু শুনলে অবাক হবেন, খোদ ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারই নাকি বিশ্বাস ছিল-এই রান নিয়ে জেতা সম্ভব। আজ শুক্রবার পড়ন্ত বিকেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৬ উইকেটে হারের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে এসে মাশরাফি জানিয়ে দিলেন, আমার মনে হয় এই পুঁজি নিয়েও জেতা সম্ভব ছিল। সেটা কিভাবে? ঢাকা অধিনায়কের ব্যাখ্যা, পাওয়ার প্লেতে যেমন টাইট বোলিং হয়েছে (মাশরাফি নিজেই শুরু থেকে ৪ ওভার টানা বল করে মাত্র ১৪ রানে দখল করেছেন ১ উইকেট) তা ধরে রাখতে পারলে জেতা উচিত ছিল। যেহেতু রান কম ছিল, টাইট বোলিং করার খুব দরকার ছিল। পাওয়ার প্লের পরে প্রায় দুই ওভারের একটা গ্যাপ হয়ে গিয়েছিল রানের সঙ্গে বলের। ওখানে চাপটা রাখা গেলে আমাদের ভালো সুযোগ ছিল। তবে ১২৪ রানের পুঁজিকে যথেষ্ট বললেও শেষ অবধি মাশরাফি স্বীকার করলেন, রান কিছুটা কম হয়েছে। ঢাকা অধিনায়কের ভাষায়, তবু ১৫-২০ রান কম করেছি আমরা। এই উইকেটে ১৪০-১৪৫ রানই ভালো স্কোর। সেই ভালো স্কোরটা কেন হয়নি, সেটাও জানালেন মাশরাফি, ব্যাটিংয়ে নেমে তামিম-বিজয় ভালোভাবেই পড়ে ফেলেছিল উইকেটকে। কিন্তু এনামুল হক বিজয়ের রান আউট আর তামিম তারপর দ্রুত আউট হওয়ায় ১৫-২০ বলের গ্যাপ পড়ে যায়। টপ অর্ডার ঠিক ছিল। কিন্তু মিডল অর্ডারে দায়িত্ব নেওয়া উচিত ছিল। সেটা হয়নি। তাই রান কম হয়েছে। মাশরাফির মূল্যায়ন হলো, আগের রাতের বৃষ্টির কারণে পিচ একটু নরম ছিল। তার মতে, আগের রাতে বৃষ্টি হওয়া উইকেটে যেহেতু খেলা হয়েছে, তাই টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35849rr
December 28, 2019 at 02:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top