ঢাকা, ২৮ ডিসেম্বর - ঢাকাপর্বে তিনিই ছিলেন টপ স্কোরার। চট্টগ্রামে গিয়ে খানিক ছন্দপতন। তারপরও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখন সবচেয়ে বেশি রান ইমরুল কায়েসের। আজও (শুক্রবার) খেলেছেন ৫৩ বলে ৫৪ রানের হার না মানা ও ম্যাচ জেতানো এক ইনিংস। এবারের বিপিএলে এটা তার তৃতীয় হাফসেঞ্চুরি। শুধু রান করাই নয়। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হ্যামস্ট্রিং ইনজুুরির কারণে তাকেই ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করতে হচ্ছে এবং সে দায়িত্বটা সূচারুরূপে পালন করছেন ইমরুল কায়েস। এক কথায় যাকে বলে সামনে থেকে নেতৃত্ব দেয়া, ঠিক তাই দিচ্ছেন। প্রায় প্রতি খেলায় ধারাবাহিকভাবে রান করেছেন। একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেও ফেলেছেন। হোক তা ভিন্ন ফরম্যাট। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে চরম ব্যর্থ হবার পর তাকে নিয়ে অনেক কথাই হয়েছে। দুর্বল ফুটওয়ার্ক ও অফস্ট্যাম্পের আশপাশে বারবার পরাস্ত হওয়ায় চরম সমালোচিত হয়েছিলেন ইমরুল। তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু এবারের বিপিএলের প্রথম ম্যাচে দল জিতিয়ে সেই যে শুরু করেছেন, তা এখনো অব্যাহত। এ বাঁহাতি টপ অর্ডারের এমন দুর্দান্ত ফর্মে তার ভক্তদের পাশাপাশি খুশি মাশরাফি বিন মর্তুজাও। আজ প্রেস কনফারেন্সে মাশরাফির প্রশংসাধন্য হন ইমরুল। মাশরাফি মনে করেন, এমন পারফরম্যান্সের পর ইমরুল হয়তো আবারও জাতীয় দলে ডাক পাবেন। জাতীয় দলের সতীর্থকে নিয়ে মাশরাফি বলেন, ইমরুল কেমন খেলোয়াড়, তা নিয়ে তো সন্দেহ নাই। ধারাবাহিকতা প্রথম থেকেই আছে। যেটা খুব ভালো। একজন ব্যাটসম্যান যে লেভেলেই থাকুক রান করলে আত্মবিশ্বাস বাড়ে। আজ যেভাবে খেলেছে, দায়িত্ব নিয়ে খেলেছে। আশা করি পরে বাংলাদেশ দলে সুযোগ পেলে এরকমই খেলবে। মাশরাফি যখন ওপরের মন্তব্য করেন, তখন ইমরুল শেরে বাংলার কনফারেন্স হলে বসেই তা শুনছেন। তার এক সময়ের খুলনা বিভাগের সাথী, জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের মুখে এমন প্রশংসা শুনে খানিক পুলকিত ইমরুল। প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, মাশরাফি ভাইয়ের মতো মানুষের কাছ থেকে এরকম আশ্বাস পাওয়া, কমেন্টস পাওয়া মানে আশা বেড়ে যাওয়া। আমি আশা করছি, যেভাবে খেলছি টুর্নামেন্টের বাকি সময়টাতেও সেভাবেই খেলার চেষ্টা করবো। এদিকে নিয়মিত অধিনায়ক মাহমুউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়রথ সচল রাখার মিশনে নেতৃত্ব দেয়ার প্রসঙ্গ উঠতেই ইমরুল বলেন, রিয়াদ ভাই নেই। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না, ব্যক্তিগতভাবে আমি কতটা ভালো করছি। তবে দল ভালো রেজাল্ট করছে। সবার অবদান আছে। ওদের অংশগ্রহণ না থাকলে দল এতদূর আসত না অবশ্যই। টিম ওয়ার্ক ভালো হচ্ছে বলেই এমন রেজাল্ট সম্ভব হচ্ছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MzXSyi
December 28, 2019 at 02:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top