চেন্নাই, ১৯ ডিসেম্বর - ম্যাচের ফল কি হতে যাচ্ছে, এক ইনিংস যেতেই যেন আন্দাজ করা যাচ্ছিল। বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তুলোধুনো করে যে ৫ উইকেটে ৩৮৭ রানের পাহাড় গড়েছিল ভারত। এত বড় সংগ্রহ তাড়া করে জেতা যে কোনো দলের জন্যই কঠিন। ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেওনি। যদিও চেষ্টা করেছিল, রানের গতি ঠিক রাখতে। কিন্তু মেরে খেলতে গিয়ে উইকেট আর ধরে রাখতে পারেনি ক্যারিবীয়রা। ৪৩.৩ ওভারে তারা অলআউট হয়েছে ২৮০ রানে। হেরেছে ১০৭ রানের বড় ব্যবধানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত। ৩৮৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তবে চতুর্থ উইকেটে ১০৬ রানের বড় জুটি গড়ে তুলেন শাই হোপ আর নিকোলাস পুরান। এর মধ্যে পুরান হাজির হয়েছিলেন রীতিমত বিধ্বংসী চেহারায়। তিনি উইকেটে আরও সময় টিকে থাকতে পারলে কি হতো, বলা মুশকিল। তবে ৪৭ বলে ৬টি করে চার ছক্কায় ৭৫ রানের ঝড় তোলা ক্যারিবীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে এই জুটিটি ভেঙে দেন মোহাম্মদ শামি। ওই ওভারেই কাইরন পোলার্ডকে শূন্য রানে তুলে নেন ভারতীয় এই পেসার। ৩৩তম ওভারে এসেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওই ওভারে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন কুলদ্বীপ যাদব। ওভারের চতুর্থ বলে তিনি ফেরান সেট ব্যাটসম্যান শাই হোপকে (৮৫ বলে ৭৮)। পরের বলে জেসন হোল্ডার আর শেষ বলে আলজেরি জোসেফকে সাজঘর দেখিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই চায়নাম্যান। ২১০ রানে ৮ উইকেট হারানো ক্যারিবীয়রা এরপর লড়েছে কেমো পল আর খারি পিয়েরির ব্যাটে। পল ৪২ বলে ৪৬ আর পিয়েরি ১৮ বলে করেন ২১ রান। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি আর কুলদ্বীপ যাদব। রবীন্দ্র জাদেজার শিকার ২ উইকেট। এর আগে দুই ওপেনার লোকেশ রাহুল আর রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৮৭ রানের সংগ্রহ গড়ে ভারত। রোহিত ১৫৯ আর রাহুল করেন ১০২ রান। এছাড়া শ্রেয়াস আয়ার ৩২ বলে ৫৩ আর রিশাভ পান্তের ঝড়ো ব্যাট থেকে আসে ১৬ বলে ৩৯ রান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2S7ojyB
December 19, 2019 at 07:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top