ঢাকা, ২১ ডিসেম্বর - কবে জয় দিয়ে মোহামেডান ফুটবল মৌসুম শুরু করেছে তা যেন ভুলেই গেছে সাদা-কালো সমর্থকরা। গত তিনটি মৌসুম জয় দিয়ে শুরু করতে না পারার আপেক্ষটা এবার থাকবে না-এমনটিই মনে হয়েছিল ফেডারেশন কাপে দলটির প্রথম ম্যাচে। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে গোল করে এগিয়ে গিয়ে ভালো একটু শুরুর আভাস দিয়েছিল মোহামেডান। কিন্তু সে গোল ধরে রাখতে না পেরে ১-১ এ ম্যাচ ড্র করে এক পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করলো সাদা-কালোরা। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের ম্যাচ ঘিরে দর্শক বেড়েছিল আগের দুইদিনের চেয়ে। কারণ, মোহামেডান সমর্থকরা সংঘবদ্ধ হয়ে মাঠে এসেছিল নতুন এক দলকে দেখতে। ঢাকা-ঢোল পিটিয়ে তারা গ্যালারিতে ঠাঁই নিয়েছিলেন। যেখানে সমর্থকদের কাতারে ছিলেন কায়সার হামিদ ও ছাইদ হাছান কাননের মতো সাবেক তারকা ফুটবলাররা। ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেছেন ক্লাবের আরেক সাবেক তারকা বাদল রায়সহ অনেকে। কিন্তু হাসি মুখে স্টেডিয়াম ছাড়তে পারেননি কেউ। গত কয়েকটি মৌসুমের মতো এবার হতাশায় শুরু হলো সাদা-কালোদের। গ্রুপের প্রথম ম্যাচে শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাতে। মোহামেডান তৃতীয় মিনিটে দেয়া গোল ধরে রেখে মাঠ ছাড়তে পারলে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে যেতো। কিন্তু মাঠে তারা এগিয়েছিল ৩১ মিনিট। ৩ মিনিটের গোলে এগিয়ে ছিল ৩৪ মিনিট পর্যন্ত। তারুণ্যনির্ভর দল মোহামেডান। তবে বিদেশি সংগ্রহ আগের মৌসুমের তুলনায় ভালো। তার ওপর ভর করেই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে শুরুতে প্রাধান্য। প্রথম আক্রমণেই গোল। বাম দিক থেকে হাবিবুর রহমান সোহাগের পাস থেকে গোল করেছেন আমির হাকিম বাপ্পী। ৩৪ মিনিটে সেই গোল ফিরিয়ে দেয় মুক্তিযোদ্ধা। অধিনায়ক অনিকের বক্সের বাইরে থেকে নেয়া সাদামাটা গড়ানো শট পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় জালে। খুব কাছেই দাঁড়ানো ছিলেন মোহামেডানের অধিনায়ক গোলরক্ষক হিমেল। এ নিয়ে টানা চার মৌসুম মোহামেডান জয়হীন থেকে মৌসুম শুরু করলো। ২০১৬ সালে মোহামেডান মৌসুম শুরু করেছিল রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করে, ২০১৭ সালে শুরু করেছিল চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরে এবং গত মৌসুম শুরু করেছিল নবাগত বসুন্ধরা কিংসের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে। এবার মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ গোলে ড্র। হতাশা যেন কিছুতেই ছাড়ছে না সাদা-কালোদের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PHtnIo
December 21, 2019 at 03:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন