কলকাতা, ১৯ ডিসেম্বর- এমনিতে এবছরের আইপিএলের নিলাম নিরুত্তাপ। নিলামে যাঁরা নাম লিখিয়েছেন, তাঁদের মধ্যে প্রথম সারির তারকা সংখ্যা নিতান্তই নগণ্য। তাছাড়া অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির হাতে টাকা বেশি নেই। দলও তৈরি। তবে, এতকিছুর মধ্যেও কয়েকজন তারকার দিকে নজর থাকবে ক্রিকেট মহলের। এই বিদেশি তারকারা বিকোতে পারেন কোটি কোটি টাকায়। সিমরন হেটমেয়ার: ওয়েস্ট ইন্ডিজের এই তারকাকে নিয়ে আলাদা করে বলার আর কিছু নেই। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজেই তিনি বুঝিয়ে দিয়েছেন, এদেশের পিচ ও পরিস্থিতিতে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি। স্পিন এবং পেস, দুই ধরনের বোলারদেরই সমান দক্ষতায় সামলাতে পারেন হেটমেয়ার। তাই, এবারের নিলামে হেটমেয়ারের পিছনে একাধিক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাতে পারে। ক্রিস লিন: কলকাতার অন্যতম সফল ওপেনার লিন। তবে, গতবারের পারফরম্যান্স তুলনায় খারাপ থাকায় তাঁকে ছেড়ে দেয় কেকেআর। তাছাড়া আগের নিলামে প্রায় সাড়ে ৯ কোটি টাকা দিয়ে কিনতে হয়েছিল তাঁকে। এবারের নিলামে লিনকে নিয়ে দরাদরি হবে তা বলার অপেক্ষা রাখে না। আরসিবি, পাঞ্জাব এমনকী কলকাতাও ফের লিনকে নিয়ে টানাটানি করতে পারে। গ্লেন ম্যাক্সওয়েল: এবারের আইপিএলের হট কেকে হতে চলেছেন ম্যাড ম্যাক্স। ম্যাক্সওয়েলের থেকে মারকুটে ব্যাটসম্যান মেলা সত্যিই দুষ্কর। যা খবর, তাতে সবকটি ফ্র্যাঞ্চাইজিই ম্যাক্সওয়েলের পিছনে ছুটবে বলা বাহুল্য। ক্রিস মরিস: আরও এক প্রথম সারির অল-রাউন্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে অল-রাউন্ডারের ভূমিকা অপরিসীম। মরিস বেশ কিছুদিন ধরে আইপিএলে ধারাবাহিকভাবে পারফরম্যান্সও দিয়ে আসছেন। তাই এবারের আইপিএলেও মরিসকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে। প্যাট কামিন্স: অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং লাইন-আপ শক্তিশালী হলেও, অনেকেরই বোলিং লাইন আপে দুর্বলতা আছে। আরসিবি, কেকেআর, পাঞ্জাবের মতো দলগুলি তাই চাইবে অন্তত একজন করে বিশ্বমানের পেসারকে দলে নিতে। নিলামে ওঠা বোলারদের মধ্যে কামিন্স অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। সেক্ষেত্রে, তাঁকে নিয়ে দরাকষাকষি চরমে উঠবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও, ইয়ন মর্গ্যান, কেসরিক উইলিয়ামস, কটরেল, জন বান্টন, রবীন উথাপ্পা, পীযূষ চাওলা, জয়দেব উনাদকাটরাও ভাল দামে বিক্রি হতে পারেন। আর/০৮:১৪/১৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35CvRgL
December 19, 2019 at 08:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন