ঢাকা, ১৯ ডিসেম্বর - ২০১৯ সাল শেষ হতে আর মাত্র ১২ দিন। ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। ২০২০ সালকে বরণ করে নিতে বিশ্বব্যাপী চলছে নানা রকম প্রস্তুতি। সব শ্রেণীপেশার মানুষই নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলার প্রস্তুতি নিচ্ছেন। সেই তালিকায় আছেন তারকা শিল্পীরাও। পুরোনো বছরের সব ব্যর্থতা আর ক্লান্তি মুছে নতুন করে এগিয়ে যেতে চান জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি জানালেন তার নতুন বছরের পরিকল্পনার কথা। কাজ করতে গিয়ে এ বছর অনেক ভুলত্রুটি হয়েছে। আগামী বছর এ বিষয়টির দিকে নজর রাখা হবে। এছাড়া কাজের মানের প্রতি বিশেষ খেয়াল রাখবো। যদিও বিদায়ী বছরে অনেক বেছে বেছে কাজ করেছি। গৎবাঁধা কাজের তালিকায় নাম লিখাইনি। নতুন বছর কাজের ক্ষেত্রে আরও অনেক বেশি সর্তক হবো- বললেন মৌসুমী হামিদ। নতুন বছর তার প্রত্যাশা ২০২০ ইন্ড্রাস্টিতে আরও ভালো ভালো কাজ হবে। কাজের মান আরও উন্নত ও বাজেট আরও বাড়বে। যে কোনো ভালো কাজের জন্য বাজেট খুব জরুরি। বাজেট ভালো থাকলে কাজটি অনেক বেশি সুন্দর হয়। এছাড়াও নতুন বছর যেন কাজের পরিবেশটাও সুন্দর থাকে। ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, আমি ভ্রমণ পিপাসু মানুষ। দেশ-বিদেশ ঘুরতে খুব পছন্দ করি। এ বছর কাজের কারণে খুব বেশি ভ্রমণ করা হয়নি। নতুন বছর একটু বেশিই ঘোরাঘুরি করতে চাই। বিয়ের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমার কাজগুলো সব হুটহাট করে হয়। যদিও বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না, তারপরও বলা যায় না। হতে পারে নতুন বছর হুট করে বিয়ে আবার নাও হতে পারে। তবে যাই করি না কেন, সবাইকে জানিয়ে করবো। গোপনে বা লুকিয়ে বিয়ে কারার কোনো ইচ্ছে নেই। সবশেষে মৌসুমী হামিদ আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, দোয়া করি নতুন বছর সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি। সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকি। ২০২০ সালটা যেন শান্তি আর সুখের একটি বছর হয়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এন এইচ, ১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34yhsRl
December 19, 2019 at 08:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top