মুম্বাই, ২৭ ডিসেম্বর - বয়স সত্তর পেরিয়েছে কিন্তু তার গ্ল্যামারে আঁচ পড়েনি একটুও। আবার বলিউড-দর্শক দেখবেন তার সেই চিরপরিচিত লাস্যময়ী হেমা মালিনীকে। সিমলা মির্চি ছবিতে তরুণ নায়ক রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেম করবেন তিনি। এই ছবিতে দক্ষিণী নায়িকা রাকুলপ্রীত সিংও অভিনয় করেছেন। গতকাল বৃহস্পতিবার ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির গল্পে ভুলবশত নায়িকা রাকুলপ্রীত সিংকে লেখা একটি চিঠি তার মা হেমা মালিনীর হাতে গিয়ে পড়বে। এবং তিনি ভেবে বসবেন এ চিঠি তাকেই উদ্দেশ্য করে লেখা। এরপর অত্যন্ত বেকায়দায় পড়বে ঐ তরুণ অর্থ্যাৎ রাজকুমার রাও। ওদিকে তার সমস্যা হল সে কিছুতেই ভালবাসার কথা নায়িকাকে মুখ ফুটে বলতে পারে না। এই বিচিত্র পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলেই। মুক্তি পাওয়া ট্রেলারে ৭১ বছরের হেমা মালিনীর পাশে রাকুলপ্রীতকেও বেশ ম্রিয়মাণ লাগে। ছবিটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছে ভায়াকম। সিমলা মির্চি নতুন বছরের শুরুতে আগামী তিন জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাবে। এন এইচ, ২৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/362pDXR
December 27, 2019 at 06:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top