ইসলামাবাদ, ২৭ ডিসেম্বর- ক্রিকেটার থেকে রাজনীতিতে অংশ নিয়ে বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপ উপহার দেয়া এ কিংবদন্তি ক্রিকেটারের সাহায্য চাইলেন সতীর্থ দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার কানেরিয়া বলেন, ইমরান খানসহ পাকিস্তানের সব কিংবদন্তি ক্রিকেটার, ক্রিকেট প্রশাসকদের কাছে আবেদন করছি। আমি খুব কষ্টে আছি। আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে ২৭৬ উইকেট শিকার করা কানেরিয়া আরও বলেন, ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে আমি নিজেকে উজাড় করে দিয়েছি। এর জন্য আমি গর্বিত। এই সময়ে আমার সাহায্যের দরকার। আমি আশাবাদী, পাকিস্তানের মানুষ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কানেরিয়া আরও বলেন, ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় স্পট ফিক্সিংয়ের দায়ে আমার ওপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা প্রত্যাহারের জন্য অনেক ঘুরেছি। বিষয়টি মীমাংসা করতে নামিদামি অনেক ক্রিকেটারের কাছে গিয়েছি। বিদেশেও অনেকের সাহায্য চেয়েছি, কিন্তু পাইনি। প্রসঙ্গত, ২০০৯ সালে ডারহামে এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হন কানেরিয়া। দোষী সাব্যস্ত হওয়ায় আজীবন নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q1c9px
December 27, 2019 at 06:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন