আর কতদিন খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো? আগামী ৫ ফেব্রুয়ারি পূর্ণ হবে ৩৫ বছর, প্রশ্নটা তাই ঘোরাফেরা করছে বেশ কিছুদিন ধরে। একজন ফুটবলারের জন্য পঁয়ত্রিশ তো কম বয়স নয়! গত আগস্টে অবসর সংক্রান্ত প্রশ্নে রোনালদো বলেছিলেন, এ মৌসুম শেষে বিদায় জানাতে পারেন তিনি। আবার ৪০ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন! এবার আরেকটি তথ্য দিলেন সিআরসেভেন। অবসরের সঙ্গে সঙ্গে কোচিংয়ে জড়ানোর কোনও ইচ্ছে তার নেই। তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি। অবসরের ঠিক পরেই আমি কোচ হতে আগ্রহী নই। তবে একদিন হয়তো একঘেয়েমি চলে আসবে আর কোচ হওয়ার ইচ্ছেটা জাগবে মনে সংবাদমাধ্যমের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন রোনালদো। পাঁচটি ব্যালন ডিঅরজয়ীর পরের কথা অবশ্য উৎসাহ জোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে, কোচ হলে আমি হবো দলের অনুপ্রেরণাদায়ী। একজন কোচের উচিত তার আবেগ ও প্রতিভা দলের মধ্যে সঞ্চারিত করা। উদাহরণ হিসেবে বলা যায়, ফুটবল মাঠে আমি মজা করার পাশাপাশি ড্রিবল, শট আর গোল করতে পছন্দ করি। অনুপ্রেরণাদায়ী হিসেবে আমার উচিত দলের মধ্যে এসব প্রবাহিত করা। এমনিতে জুভেন্টাসে ভালোই আছেন রোনালদো। এ মৌসুমে ২১ ম্যাচে ১২ গোল করা পর্তুগিজ তারকা বলেছেন, জুভেন্টাসের সব কিছুই আমার ভালো লাগে। এখানকার সংস্কৃতি সমৃদ্ধ, এটা ইতালির সেরা ক্লাব। জুভেন্টাসের ইতিহাস অসাধারণ। এখানে আমি সত্যি খুব ভালো আছি। এই ক্লাবের জার্সিতে অনেক, অনেক ট্রফি জিততে চাই। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ২৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2stjOnA
December 27, 2019 at 06:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন