মুম্বাই, ২১ ডিসেম্বর - অস্ট্রেলিয়ার সিডনির পূর্বাঞ্চলের কুইন্স পার্কে চলছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নো ল্যান্ডস ম্যান ছবির শুটিং। কদিন ধরেই ধোঁয়ায় আচ্ছন্ন সিডনি। তাপমাত্রা নেমে আসে প্রায় অর্ধেকে, ২২ ডিগ্রি সেলসিয়াস। এরমধ্যেই সেখানে ছবিটির করছেন পরিচালক। পরিচালক ও বলিউডের অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীরা প্রাকৃতিক এই পরিবেশটাকে কাজে লাগাতে ভুল করেননি। তাই এই পরিবেশেই কাজ করে যাচ্ছেন। ছবির শুটিংয়ে অংশ নেন মিশেল মেগান, মোস্তফা সরয়ার ফারুকী, নওয়াজু্দ্দিন সিদ্দিকী ও নুসরাত ইমরোজ তিশা। এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নওয়াজুদ্দিন বলেন, ফারুকী অভিনেতাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করান। প্রথম প্রথম আমি একটু বেশি অভিনয় করতেই তিনি থামিয়ে দিয়েছিলেন। পরে বুঝতে পেরেছি, বাস্তবতার পুরো নির্যাসটুকু পেতে হলে সেটা জরুরি ছিল। সামান্য ইম্প্রোভাইস করে লোকেশনের সঙ্গে দৃশ্যকে কীভাবে একীভূত করতে হয়, সেটা ফারুকী জানেন। এ জন্যই প্রতিটি লোকেশনকে মনে হয়েছে, আমাদের অভিনয়ের জন্যই প্রাকৃতিকভাবে তৈরি করা সেট। ইতিমধ্যে ফারুকীর ভক্ত হয়ে গেছেন নওয়াজুদ্দিন। অনেক পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁর। বলেই ফেললেন, ফারুকী তাঁদের মধ্যে অন্যতম সেরা পরিচালক। তিনি বলেন, তাঁকে আমি যতই দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। একজন পরিচালকের সবচেয়ে বড় গুণ হচ্ছে অভিনেতার কাছ থেকে সেরা অভিনয় বের করে নেওয়া। ফারুকী সেটা দারুণভাবে করেন। নওয়াজুদ্দিনকে নিয়ে ফারুকী বলেন, নওয়াজের চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, এ ছবিতে নওয়াজুদ্দিনের চরিত্রের অনেকগুলো স্তর। কখনো সে ভালো মানুষ, কখনো চূড়ান্ত খারাপ। আবার কখনো কমপ্লিকেটেড। কখন কী করছে, কনফিউজড। বিমানবন্দরের একটি টয়লেটে ছবির প্রথম দৃশ্যেই আমার মনে হয়েছিল, আমি আমার অভিনেতাকে পেয়ে গেছি। ছবিটি নির্মিত হচ্ছে ইংরেজি ভাষায়। ছবির অন্যতম প্রযোজক অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, এই ছবি যদি সাফল্য পায়, তাহলে ভবিষ্যতে আবারও ছবি প্রযোজনা করব। এখানে সবাই অনেক পরিশ্রম করেছেন। আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে। এন এইচ, ২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2s8GhpZ
December 21, 2019 at 12:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top