মুম্বাই, ২১ ডিসেম্বর- বলিউডের লাস্যময়ী ও জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু এবার ধরা দিলেন ভিন্নরূপে। সচরাচর যে রূপে তাকে দেখা যায় তার বাইরে গিয়ে এবার তিনি সেজেছেন একেবারে বাঙ্গালিয়ানারূপে। পরনে লাল পাড়ের সাদা শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, কানে ঝুমকো, এক্কেবারে বাঙ্গালী ট্রাডিশনাল পোশাকে দেখা দিলেন বিপাশা। বাঙ্গালী সাজে নিজের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন তিনি। ছবিতে বিপাশার সঙ্গে দেখা গেছে তার মা মমতা বসুকেও। তাকেও মেয়ের সঙ্গে মিলিয়ে একই পোশাকে সেজে উঠতে দেখা গেছে। বাড়িতে পূজা উপলক্ষেই যে নিজেকে এবং মাকে এভাবে চিরাচরিত বাঙ্গালী সাজে সাজিয়ে তুলেছিলেন, সেকথা বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা যাচ্ছে। তবে অবশ্য এই প্রথম নয়। এর আগেও বাড়ির কোনও অনুষ্ঠান কিংবা বাঙ্গালীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময়ও বিপাশাকে বাঙ্গালী সাজে সেজে উঠতে দেখা যায়। এবছর দশমীর দিনও বিপাশাকে ঠিক একই ভাবে সেজে উঠতে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, বহুদিন হল হিন্দি সিনেমার পর্দা থেকে দূরেই রয়েছেন বিপাশা বসু। ফের একবার তার পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। আর/০৮:১৪/২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q7gLtb
December 21, 2019 at 10:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top