মুম্বাই, ২৩ ডিসেম্বর- নতুন বছরের দ্বিতীয় শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে দীপিকা পাড়ুকোন অভিনীত বলিউড সিনেমা ছপাক। সম্প্রতি সিনেমাটির প্রচারণায় বেরিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটালেন এ তারকা। হুট করে এক আলোকচিত্রীর হাত থেকে তার মোবাইল কেড়ে নিয়েছেন তিনি। ঘটনাটি দেখে উপস্থিত সবাই বেশ চমকে উঠেন। কিন্তু যখন মোবাইল কেড়ে নেওয়ার আসল কারণ তারা জানলেন, তখন সবাই হেসে ফেলেন। মূলত রাগ কিংবা ক্ষোভ থেকে এমন কাণ্ড ঘটাননি পদ্মাবতখ্যাত অভিনেত্রী। ওই আলোকচিত্রীর ফোনের ব্যাক কভার তার ভীষণ পছন্দ হয়েছে, তাই তা দেখতেই মোবাইল নিজের হাতে নিয়ে নেন তিনি। মোবাইল হাতে নিয়ে দীপিকা আলোকচিত্রীকে অনুরোধ করে বলেন, কভারটি আমি ব্যবহার করতে চাই, এটা প্লিজ আমাকে দিয়ে দেন। দীপিকার এমন মিষ্টি আবদার প্রত্যাখ্যান করতে পারেননি ওই আলোকচিত্রী। তিনি তার মোবাইলের কাভারটি অভিনেত্রীকে দিয়ে দেন। এটি দীপিকাকে তার জন্মদিনের অগ্রিম উপহার হিসেবে দেওয়া হলো বলেও জানান। ৫ জানুয়ারি দীপিকা পাড়ুকোনের জন্মদিন। এর পাঁচদিন পর ১০ জানুয়ারি ছপাক নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন তিনি। সিনেমাটিতে দীপিকা অ্যাসিড আক্রমণের শিকার লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করেছেন। লক্ষ্মীর জীবনের দুর্বিষহ ঘটনাবলি, তার সংগ্রাম ও সাফল্যের কথা দীপিকা ফুটিয়ে তুলছেন এই সিনেমায়। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটিতে দীপিকার চরিত্রের নাম মালতি এবং লক্ষ্মীর স্বামী অমলের চরিত্রে রূপদান করছেন বিক্রান্ত মাসে। আর/০৮:১৪/২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/370WegH
December 23, 2019 at 09:23AM
23 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top