মুম্বাই, ২৩ ডিসেম্বর - বচ্চন বাড়ির মেয়ে বলে এমনিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে আরাধ্য বচ্চন। আর বাবা মা যখন হয় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার রাইয়ের মতো জনপ্রিয় তারকা তখন সেই কন্যাকে নিয়ে সবার আগ্রহ তুঙ্গেই থাকে। বহুবার সংবাদে শিরোনামে এসেছে আরাধ্য। তবে গেল দুদিন ধরে স্কুলের অনুষ্ঠান নিয়ে আলোচনায় এই তারকা কন্যা। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে একটি বাংলা গানে নাচতে দেখা গেল আরাধ্যকে। আর সেই গানের রচয়িতা ভারতের জাতীয় কবি তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কথায় বলে যেমন মা তার তেমনি কন্যা! আর একথাই অক্ষরে অক্ষরে যেন প্রমাণ করে চলেছে ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য। ছোটবেলা থেকেই যেন মায়ের পদ চিহ্ন অনুসরণ করে চলেছে সে। নাচ, গান ও অভিনয়ে নিজেকে তৈরি করছে সে প্রাতিষ্ঠানিকভাবেই। এজন্য বচ্চন বাড়িতে তাকে নিয়ে মাতামাতিটা একটু বেশিই। তবে এবার আরাধ্য যা করল, তাতে তার বাঙালি ঠাকুরমা জয়া বচ্চন কিন্তু বেজায় খুশি। আরাধ্য মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলের ছাত্রী। সেই স্কুলে হয়ে গেল বার্ষিক অনুষ্ঠান ৷ সেখানে নৃত্য নাটিকায় অংশ নিয়েছে আরাধ্য। সেই নৃত্য নাটিকাতেই রবি ঠাকুরের ওরে গৃহবাসী গানে নেচে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ছোট বচ্চন ৷ মেয়ের নাচের ভিডিও সোশাল সাইটে শেয়ার করেছেন অভিষেক বচ্চন। সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল। সেখানে বাঙালিরা আরাধ্যকে প্রশংসায় ভাসাচ্ছেন রবি ঠাকুরের গানকে বেছে নেয়ার জন্য। স্কুলে যখন আরাধ্য পারফর্ম করছিলো তখন মঞ্চের সারিতে বসা ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন। একইদিনে অন্য একটি পারফর্মে অংশ নিয়েছে শাহরুখ খানের পুত্র আব্রাম খানও। দেখুন আরাধ্যর সেই নাচের ভিডিও : View this post on Instagram Aaradhya Bachchan perfomance at Annual Day School . . . . #aaradhyabachchan #Aishwaryaraibachchan #AbhishekBachchan #daughter #dhirubhaiambanischoolannualday #2019 A post shared by AbhiAsh_IndoFc (@abhiash_indofc) on Dec 20, 2019 at 11:48pm PST এন এইচ, ২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sYoFNr
December 23, 2019 at 09:10AM
23 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top