ঢাকা, ২০ ডিসেম্বর - ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা টিভিতে সারেগামাপার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া বাংলাদেশের কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। নোবেলের বিরুদ্ধে গান ও ক্যামেরা চুরির এ অভিযোগ তুলেছেন অ্যাবাউট ডার্ক ব্যান্ডের ভোকাল নাসির উল্লাহ। এছাড়া ব্যান্ডটির প্রয়োজনীয় জিনিসপত্র চুরির অভিযোগও তুলা হয়েছে।অভিযোগ ওঠার পরই বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গানটি মুছে ফেলেন নোবেল। বুধবার (১৮ ডিসেম্বর) রাত একটায় নোবেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেশ শিরোনামের একটি গান আপলোড করা হয়; যেটির কথা ও সুর নিজের বলে দাবি করেন সারেগামাপা খ্যাত নোবেল। কিন্তু এই গানটির কথা ও সুর হুবহু মিলে যায় ব্যান্ড অ্যাবাউট ডার্ক এর গান তুমি এর সাথে। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি গানটি মুক্তি দেয় অ্যাবাউট ডার্ক। অ্যাবাউট ডার্ক এর ভোকাল (১৯ ডিসেম্বর) রাতে ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি অ্যাবাউট ডার্ক এর অরিজিনাল গানটির ইউটিউব লিংক দেন। পাশাপাশি নোবেলের নিজের নামে দেশ শিরোনামের লিংকটিও দেওয়া হয়। স্ট্যাটাসটি তুলে ধরা হলো- আবারও নোবেল স্ট্রাইক! এতবার নিষেধ করার পর আমার কথা শুনলো না। আমার হাতে পায়ে ধরার পরও আমি তাকে গানটি দেইনি। আমার গান তাকে আমি কেনও দেব? তার নাকি একশত গান আছে, তাহলে আমার গান কাভার কেনও করো। কাভার করেছে ঠিক আছে তাতে আবার নাম দিয়েছে তার নিজের। নোবেলকে অ্যাবাউট ডার্ক থেকে কিক আউট করা হয়েছে। তখন ক্যামেরাসহ আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নোবেলের কাছে ছিল যেগুলো আজও সে ফেরত দেয়নি। পুরো বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনদের অনেকেই নোবেলের সমালোচনা করেছেন। এন এইচ, ২০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SaS4Pi
December 20, 2019 at 05:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top