চট্টগ্রাম, ২০ ডিসেম্বর - বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কার তিন তারকা ক্রিতেটার। লঙ্কান দলের আসন্ন ভারত সফরে টি-২০ ক্যাম্পে যোগ দিতে মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন তারা। শ্রীলঙ্কার ওই তিন খেলোয়াড় হলেন-কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা, ওপেনার ভানুকা রাজাপাকশে ও খুলনা টাইগার্সের স্পিন-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙা। চট্টগ্রাম পর্ব শেষ করেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবেন তারা। ভারত সফরের জন্য এই তিন ক্রিকেটারকে ক্যাম্পে যোগ দিতে বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে তাদের পরিবর্তে দলগুলো বিকল্প খেলোয়াড় হিসেবে কাকে নিবে তা এখনো ঠিক করেনি। কোচ, অধিনায়ক ও ম্যানেজাররা শিগগিরই আলাপ-আলোচনা করে সিদ্বান্ত নিবেন। চট্টগ্রাম পর্বে কুমিল্লা ও খুলনার আরও তিনটি করে ম্যাচ রয়েছে। এই তিনটি ম্যাচ খেলেই নিজেদের বিপিএল শেষ করবেন শানাকা-রাজাপাকশে ও হাসারাঙ্গা। আগামী ৫ জানুয়ারি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PGGUAb
December 20, 2019 at 05:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top