চট্টগ্রাম, ২০ ডিসেম্বর - নিয়মিত অধিনায়ক ও দলের সেরা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ১৪তম ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স। মাহমুদুল্লাহ না থাকলেও, জয়ের ধারা অব্যাহত রাখতে চায় চট্টগ্রাম। অপরদিকে, চট্টগ্রামের মাটিতে টানা দ্বিতীয় জয়ে চোখ কুমিল্লার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে চট্টগ্রাম-কুমিল্লার ম্যাচ। গত মাসে ভারতের মাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হামেস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মাহমুদুল্লাহ। সেই ইনজুরির কারণে বিপিএলের প্রথম দুম্যাচে খেলতেই পারেননি তিনি। তার পরিবর্তে চট্টগ্রামকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত। দুম্যাচের মধ্যে ১টিতে জয় ও হারের স্বাদ নেয় চট্টগ্রাম। তবে ঢাকা পর্বের চট্টগ্রামের তৃতীয় ম্যাচেই অধিনায়ক হিসেবে মাঠে ফিরেন মাহমুদুল্লাহ। ব্যাট হাতে ১৫ ও বল হাতে ১ উইকেট নেন তিনি। পরের ম্যাচে চট্টগ্রামে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন মাহমুদুল্লাহ। করেন ২ রান। কিন্তু চট্টগ্রামের পঞ্চম ম্যাচে বুধবার ঢাকা প্লাটুনের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন মাহমুদুল্লাহ। ৫টি চার ও ৪টি ছক্কায় ২৮ বলে ৫৯ রান করেন তিনি। ওই ইনিংস খেলার পথেই পুরনো হামেস্ট্রিং ইনজুরিতে পড়েন মাহমুদুল্লাহ। ফলে এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বে আর নামতে পারবেন না তিনি। তাই মাহমুদুল্লাহকে ছাড়াই চট্টগ্রাম পর্বের বাকী দুম্যাচে খেলতে হবে চট্টগ্রামকে। যার প্রথমটি আজ শুক্রবার, কুমিল্লার ওয়ারিয়র্সের বিপক্ষে। পরেরটি শনিবার (২১ ডিসেম্বর) রংপুর রেঞ্জার্সের বিপক্ষে। দলের সেরা খেলোয়াড় না থাকলেও, জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় চট্টগ্রাম। ইতোমধ্যে টানা তিন ম্যাচ জিতেছে তারা। তাই ৫ খেলা শেষে ৪ জয়, ১ হারে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম। কুমিল্লাকে হারিয়ে নিজের অবস্থানকে আরও সুসংহত করতে মুখিয়ে আছে চট্টগ্রাম। এদিকে, জয় দিয়ে বিপিএল শুরু করে কুমিল্লা। রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানের বড় ব্যবধানে হারায় তারা। তবে পরের ম্যাচে ঢাকা প্লাটুনের কাছে হেরে যায় কুমিল্লা। তাই হারকে সাথে নিয়ে চট্টগ্রামে নিজেদের লড়াই শুরু করে কুমিল্লা। তবে চট্টগ্রামের মাটিতে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করে কুমিল্লা। রংপুর রেঞ্জার্সকে ৬ উইকেটে হারায় কুমিল্লা। সাব্বির রহমানের ৪৯, ডেভিড মালানের ২৪ বলে অপরাজিত ৪২ ও সৌম্য সরকারের ৪১ রান কুমিল্লাকে জয়ের স্বাদ দেয়। চট্টগ্রামের মাটিতে জয় দিয়ে ঘুড়ে দাঁড়ায় কুমিল্লা। তাই চট্টগ্রামের মাটিতে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে চায় তারা। তবে কাজটি কঠিনই হবে তাদের জন্য। কারণ দুর্দান্ত ফর্মে রয়েছে চট্টগ্রাম। এছাড়া প্রতিপক্ষের কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জই বটে কুমিল্লার জন্য। তবে দলের টপ-অর্ডার ব্যাটসম্যান শ্রীলংকার রাজাপাকশে, সৌম্য, সাব্বির, ইংল্যান্ডের মালান ও শ্রীলংকার শানাকা জ্বলে উঠলে এবং বল হাতে আফগানিস্তানের মুজিব, আবু হায়দার ও সানজামুলরা জ্বলে উঠলে টানা দ্বিতীয় জয়ের আশা পূরণ করতে পারবে কুমিল্লা। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34yKTmw
December 20, 2019 at 05:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top