কাঠমুন্ডু, ০৯ ডিসেম্বর- দক্ষিণ এশিয়ান গেমসে রোববার ও সোমবার স্বর্ণে মোড়ানো দিন বাংলাদেশের জন্য। রোববার বাংলাদেশ জেতে সাতটি স্বর্ণ। বাংলাদেশ আরচারদের ছয়টির সঙ্গে নারী ক্রিকেট দল শ্রীলংকাকে হারিয়ে অর্জন করে স্বর্ণ। সোমবার পাঁচটি স্বর্ণ ঘরে এসেছে বাংলাদেশের। আরচারদের চারটির সঙ্গে স্বর্ণ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। কীর্তিপুরে শ্রীলংকার কাছে রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ওই ম্যাচে সৌম্য সরকার-নাজমুল শান্তরা ছিলেন না। কিন্তু সোমবার স্বর্ণ জয়ের মিশনে আটঘাট বেধেই নামে বাংলাদেশ। শ্রীলংকা অনূর্ধ্ব-২৩ দলকে ১২৩ রাতে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে তুলে নেয় ৭ উইকেটের জয়। এসএ গেমস ক্রিকেটে নিশ্চিত করে স্বর্ণ। টস জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক নাজমুল শান্ত শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠান। শুরুতে দুই লংকান ওপেনার পাথুন নিশাঙ্কা এবং মাদুস্কা ফার্নান্দো ভালো শুরু করেন। তারা তুলে ফেলেন ৩৬ রান। এরপরই ধস শুরু হয় শ্রীলংকার। দলীয় ৪১ রানে তারা হারায় ৩ উইকেট। ওই ধাক্কা ঠিক কাটিয়ে উঠতে পারেনি শ্রীলংকা। দলের ৭০ রানে তাদের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শেষ পর্যন্ত ওভারের শেষ বলে অলআউট হয় তারা। শ্রীলংকার হয়ে দুই ওপেনার নিশাঙ্কা ও মাদুস্কা যথাক্রমে ২২ ও ১৬ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আসান। জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান দারুণ শুরু করেন। তাদের ব্যাটে ভর করে জয়ের পথ রচনা করে ফেলে বাংলাদেশ। ১৭ বল থাকতে তুলে নেয় জয়। সঙ্গে স্বর্ণও। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বোলার হাসান মাহমুদ ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। তানভির ইসলাম নেন দুই উইকেট। একটি করে উইকেট নেন সুমন খান ও মেহেদি হাসান। শেষ দুই ব্যাটসম্যান রান আউটে কাটা পড়েন। সূত্র : সমকাল এন কে / ০৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ptfz2X
December 09, 2019 at 11:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন