কলকাতা, ১৯ ডিসেম্বর - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট নিলাম অনুষ্ঠান শুরু হবে আজ বৃহস্পতিবার বিকেলে। এবারই প্রথমবারের মতো কলকাতায় বসছে আইপিএলের নিলাম। বিকেল চারটায় শুরু যে নিলাম অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ানে। এবার মোট ৩৩২ জন ক্রিকেটারের নাম ওঠছে নিলামে। যার মধ্যে ভারতের ১৮৬ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন, দক্ষিণ আফ্রিকার ২৩ জন, ইংল্যান্ডের ২২ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৯ জন, নিউজিল্যান্ডের ১৮ জন, শ্রীলঙ্কার ১৪ জন, আফগানিস্তানের ৭ জন এবং বাংলাদেশেরও ৫ জন ক্রিকেটার থাকছেন। এই নিলামে বাংলাদেশ থেকে যে পাঁচজনের নাম দেয়া হয়েছে, তারা হলেন-মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যে প্রথমবারের মতো দল পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে মুশফিকুর রহীমের। কেননা মুশফিক প্রথমে এই নিলামে নিজের নাম দিতেই চাননি। পরে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে তার নাম যুক্ত করা হয়। অর্থাৎ তার প্রতি আগ্রহ আছে দলগুলোর। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বাধিক ২৭ কোটি ৯০ লাখ রুপি খরচ করতে পারবে। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে জায়গা আছে ১২ জনের, যার মধ্যে ৬টি স্থান বিদেশিদের। অন্যদিকে ২৭ কোটি ৮৫ লাখ রুপি সর্বাধিক খরচ করতে পারবে দিল্লি ক্যাপিট্যালস। ১১ জনের মধ্যে পাঁচ জন বিদেশি ক্রিকেটার তারা নিতে পারবে। রাজস্থান রয়্যালস ২৮ কোটি ৯ লাখ রুপি খরচ করতে পারবে, চেন্নাই সুপার কিংস পারবে ১৪ কোটি ৬ লাখ রুপি। মুম্বাই ইন্ডিয়ান্সের বাজেট ১৩.৫ কোটি। কিংস ইলেভেন পাঞ্জাবের বাজেট ৪২.৭ কোটি, কলকাতা নাইট রাইডার্সের ৩৫.৬৫ কোটি। কেকেআর এর জায়গা বাকি ১১টি। যেখানে বিদেশি ৪ জন স্থান পাবে। সানরাইজার্স হায়দরাবাদের বাজেট ১৭ কোটি রুপি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Eu5mOO
December 19, 2019 at 07:18AM
19 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top