অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। খেলতে চান টি-টোয়েন্টি ক্রিকেট। ৩৬ বছর বয়সী ক্যারিবীয় এ অলরাউন্ডার বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ক্রিকেট বোর্ডের কর্তাদের অনীহায় দীর্ঘ দিন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেননি উইন্ডিজের এ তারকা ক্রিকেটার। এই সময়ে বিশ্বব্যাপী ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি। গত বছরের অক্টোবরে ব্রাভো হঠাৎ করেই জানিয়েছেন, আর কখনও ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করবেন না। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন ডিজে ব্র্যাভো। ডোয়েন ব্রাভো জানিয়েছেন,বিশ্বব্যাপী আমার শুভাকাঙ্খী ও অনুরাগীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি৷ এটা এখন আর কোনও গোপন খবর নয় যে, এই বড় ঘোষণার পিছনে ক্রিকেট বোর্ডের প্রশাসনিক রদবদলই অন্যতন কারণ। ৩৬ বছর বয়সি ব্র্যাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশর হয়ে ২৭০টি ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেন ৬ হাজার ৩১০ রান। আর বল হাতে শিকার করেন ৩৩৭ উইকেট। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38BfqmT
December 14, 2019 at 05:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন