বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের আজ ৪৮ তম শাহাদাতবার্ষিকী

আজ ১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎবার্ষিকী। বিজয়ের মাত্র দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জকে পাকহানাদার মুক্ত করতে চাঁপাইনবাবগঞ্জ  শহরের মহানন্দা নদীর তীরের রেহাইচরে সম্মুখ যুদ্ধে শহীদ হন বাংলার এ দামাল সন্তান।
১৯৭১ সালের এইদিনে চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে মহানন্দা নদী পার হয়ে এসে অবস্থান নেন নদী তীরের রেহায়চরে।  রাতের আধার কেটে ভোরের সূর্য ওঠার আগেই নির্ভিক মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর সহযোদ্ধাদের নিয়ে বীরদর্পে এগিয়ে চলেন এবং ধ্বংস করে দেন শত্রু বাহিনী ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২ টি বাংকার। জাহাঙ্গীরের দুঃসাহসিক ও দুরন্ত আক্রমণে শত্রু বাহিনী তাদের আস্তানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শত্রু বাহিনীর সর্বশেষ বাংকারটি দখল করতে অত্যন্ত সাহসিকতার সঙ্গে এগুতে থাকার সময় হটাৎ রেহায়চরের উত্তর-পূর্ব কোণের মসজিদের পাশ থেকে ছুটে আসা গুলি এসে লাগে তাঁর কপালে। মাটিতে লুটিয়ে পড়েন বাংলার এই বীরসন্তান।
পরের দিন তাঁকে সমাহিত করা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ চত্বরে।
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আজ নানা কর্মসূচি পালন হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2qPpjMG

December 14, 2019 at 10:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top