ইসলামাবাদ, ০৫ ডিসেম্বর- পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আব্দুল রাজ্জাক বলেছেন, আমি বিশ্বের নামিদামি বোলারদের বিপক্ষে খেলেছি। জশপ্রিত বুমরাহ অবশ্যই বিশ্বমানের বোলার। কিন্তু আমার ওকে খেলতে তেমন কোনও সমস্যা হবে বলে মনে হয় না। বরং আমাকে সামলাতে বুমরাহর সমস্যা হতে পারে। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ২৬৫ ওয়ানডে আর ৩২ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৪১৯ রান সংগ্রহ করেন রাজ্জাক। জাতীয় দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৩৪৩টি ম্যাচে অংশ নিয়ে বল হাতে ৩৮৯ উইকেট শিকার করেন রাজ্জাক। পাকিস্তানের সাবেক এ তারকা অলরাউন্ডার আরও বলেন, বুমরাহর বোলিং অ্যাকশন অদ্ভুত। এমন অ্যাকশনের জন্যই সে বাড়তি সাফল্য পাচ্ছে। আগের থেকে ও এখন অনেক উন্নতি করছে। তবে আমার কাছে ও এখনও বাচ্চা (শিশু) বোলার। এখন আমি খেললে ওকে শাসন করে দিতাম। এর আগে বিশ্বকাপ চলাকালীন সময়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সম্পর্কে আব্দুল রাজ্জাক বলেছিলেন, পান্ডিয়া ভালো অলরাউন্ডার হলেও তার মধ্যে বেশ কিছু ঘাটতি রয়েছে। পান্ডিয়া আমার তত্ত্বাবধানে থাকলে আরও ভালো অলরাউন্ডার হতে পারত। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PihdEJ
December 05, 2019 at 06:09AM
05 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top