ঢাকা, ১০ ডিসেম্বর - সময় বয়ে গেছে অনেক। দুই-তিন করে বিপিএল পা দিয়েছে অষ্টম বছরে। এক বছর হয়নি। রাত পোহালে কাল ১১ ডিসেম্বর বুধবার শুরু হবে সপ্তম আসর। অথচ বিপিএলের গায়ে যে নিন্দার কাঁটা আছে, তা আর গেল না। শুরুতে ছিল অনিয়ম আর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তুলকালাম। পারিশ্রমিক পেতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। সময়ের প্রবাহতায় সে সমস্যা কমেছে অনেক। এখন আর পারিশ্রমিক পেতে শুরুর দিকের সেই অনিয়ম ও অচলাবস্থা নেই। তারপরও বিপিএল যেন কিছুতেই কালো দাগ মুক্ত হতে পারছে না। বিপিএলে বিতর্ক পিছু ছাড়েনি এখনও। এবার আসর শুরুর ২৪ ঘন্টা আগেই বিতর্কের ঢেউ আছড়ে পড়লো। এতদিন জানা ছিল, এবার প্রতি খেলায় একজন করে লেগ স্পিনার খেলানো বাধ্যতামুলক। বিপিএল শুরুর অন্তত দুই মাস আগে থেকে বলা হচ্ছে, এবার প্রতি দলে লেগস্পিনারের অন্তর্ভুক্তি বাধ্যতামুলক। শুধু তাই নয়। লেগস্পিনার দলে নিলেই চলবে না। তাকে খেলাতে হবে এবং পুরো ৪ ওভার বোলিংও করাতে হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং অন্যতম শীর্ষ পরিচালক মাহবুব আনাম বার বার বলেছেন, এবারের বিপিএলে একজন করে ফাস্ট বোলার নিতে হবে, যার গতি ১৪০ কিলোমিটার। পাশাপাশি একজন করে লেগস্পিনারও খেলাতে হবে এবং সেটা বাধ্যতামুলক থাকবে। কিন্তু আসর শুরুর ঠিক ২৪ ঘন্টা আগে আজ (মঙ্গলবার) দুপুরে বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক এবং ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বললেন উল্টো কথা। এবারের বিপিএলে রংপুর রেঞ্জার্সের টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া এনায়েত সিরাজ জানিয়ে দিলেন, লেগস্পিনার খেলানো বাধ্যতামুলক নয়। তবে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। বাইলজ, প্লেয়িং কন্ডিশনের কোথাও বলা নেই যে প্রতি খেলায় একাদশে একজম করে লেগস্পিনার খেলাতে হবে। প্রেস কনফারেন্সে রংপুরের এবারের অধিনায়ক, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর কাছে প্রশ্ন ছিল, আপনি কি জানেন এবার প্রতি খেলায় একজন করে লেগস্পিনার খেলানো এবং ৪ ওভার করে বোলিং করানো বাধ্যতামূলক করা হয়েছে? এ প্রশ্নের বিপরীতে নবীর বদলে এনায়েত হোসেন সিরাজের জবাব, এটা মূলত বাস্তবায়ন করা হচ্ছে না। তবে আমরা একাদশে লেগ স্পিনার রাখার চেষ্টা করব। আর নবী বলেন, আমি এই আইন সম্পর্কে জানতাম না। যদি এমন রুল থেকে থাকে তাহলে তো মানতে হবে। কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কথা বলব সত্যিই আইন আছে কি না। আর এনায়েত হোসেন সিরাজ শেষ করেন এই বলে, আমার মনে হয় না বাধ্যতামূলক এমন কিছু আছে। এটা হচ্ছে অগ্রাধিকার দেওয়া কারণ আমাদের লেগ স্পিনারের ঘাটতি আছে সেজন্য। কিন্তু প্লেয়িং কন্ডিশনে এমন কিছু নেই। আমরা চেষ্টা করবো জাতীয় স্বার্থে লেগ স্পিনার খেলাতে। এর উপর তো কথা থাকে না। অন্য দিকে ফাস্ট বোলার দলভুক্তি এবং ১৪০ কিলোমিটার গতিতে বল করা প্রসঙ্গে সিরাজের ব্যাখ্যা, আমি একটা কথা বলি, ১৪০ কিমি. তে বল করতে হলে উইকেট তেমন বানিয়েছে কি না- এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে টিম কম্বিনেশনের ব্যাপার আছে। মোদ্দা কথা, এনায়েত হোসেন সিরাজের কথায় পরিস্কার, লেগস্পিনার খেলানো এবং ১৪০ কিলোমিটার গতির ফাস্ট বোলার খেলানো কোনটাই তাহলে বাধ্যতামূলক নয়। মনে হয় না প্লেয়িং কন্ডিশনে এসব কিছু আছে : রকিবুল বোর্ডের পক্ষ থেকে শীর্ষ কর্তাদের মুখে বার বার বহুবার উচ্চারিত হয়েছে এ কথা, দেশে লেগ স্পিনারের চরম সংকট। কোয়ালিটি লেগ স্পিনার নেই। তাই লেগ স্পিনার তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে প্রতি দলে একজন করে লেগ স্পিনারের অন্তর্ভুক্তি ঘটাতে হবে এবং তাকে খেলাতে হবে। পুরো ৪ ওভার বোলিংও করাতে হবে। এছাড়া ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন, এমন একজন করে ফাস্ট বোলারের দলভুক্তিও বাধ্যতামূলক। কিন্তু আজ বিপিএল শুরুর আগের দিন রংপুর রেঞ্জার্সের পরিচালক এনায়েত হোসেসন সিরাজ পরিষ্কার বলে দিলেন, এমন কোন আইন নেই। এটা বাধ্যতামূলকও নয়। তবে অগ্রাধিকারের কথা বলা আছে। আসল সত্য তাহলে কী? সত্যিই কি প্লেয়িং কন্ডিশন বা বাইলজে ওসব কিছু লিখা নেই? নাকি আছে? এ প্রশ্নের জবাব যার সবচেয়ে ভাল জানার কথা, সেই বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান বলেন, আমি পুরো বাইলজ এখনো পড়ে দেখিনি। দেখার সময় মেলেনি। বাইলজ হাতেই এসেছে কদিন হলো। তবে লেগস্পিনার খেলানোর বিষয়টি সত্যিই এখনও আমার চোখে পড়েনি। তবে আমি আবারও বলছি, পুরো বাইলজ একদম তটস্থ হয়নি আমার। কারণ বাইলজ ও প্লেয়িং কন্ডিশন বেশ বড় ও বিস্তৃত। তবে প্রাথমিকভাবে আমি যতটা চোখ বুলিয়েছি, তাতে লেগস্পিনার খেলানো বাধ্যতামূলক এমন কথা লিখা চোখে পড়েনি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YJeYi5
December 10, 2019 at 11:33AM
10 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top