ঢাকা, ১৪ জানুয়ারি - জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন মিশৌরী রশীদ। পুরো নাম ইফফাত রশীদ মিশৌরী। এর আগেও তিনি কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনে। এছাড়াও তিনি কাজ করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে। এবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি-এমনটাই জানালেন মিশৌরী রশীদ। তিনি বলেন, নিজের ইচ্ছাতেই অভিনয়ে পা রাখা। পরিবার থেকেও যথেষ্ট উৎসাহ পেয়েছি। এরই মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। বছর খানেক আগে, সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছি। সেটাই ছিল প্রথম। এরপর অভিনয়ে কিছুটা বিরতি নিই। এখন নিয়মিত কাজ করতে চাই। এরই মধ্যে কাজ শুরু করেছি। মিশৌরী রশীদ বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শিরোনামহীন-এ অভিনয় করছেন। ঢাকার নিউ মার্কেটে আজ এর শুটিং চলছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। মিশৌরী রশীদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। এন এইচ, ১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TwFCKv
January 14, 2020 at 07:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top