কলকাতা, ১৪ জানুয়ারি - শীত মানেই যেন বিয়ের মৌসুম। আর এ শীতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পার্লামেন্ট সদস্য দীপক অধিকারী, চলচ্চিত্রের পর্দায় যিনি দেব হিসেবে পরিচিত। ভারতীয় সংবাদমাধ্যম খবরে বলা হয়, গতকাল সোমবার রাতে দেব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন। আর এ বিয়ের কার্ড ঘিরেই তার বিয়ের গুঞ্জন জোরালো হয়। দেবের পোস্ট করা লাল রঙের এ কার্ডের উপরের দিকে লেখা, শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ। আর বড় করে লেখা শুভ বিবাহ। এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, বিফোর এনিওয়ান লিক...(কেউ ফাঁস করার আগেই)। তিনি আরও লেখেন, আশা করি, আপনাদের আশীর্বাদ থাকবে। টলিউড অভিনেত্রী রুক্মিনীর সঙ্গে দেবের প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। তবুও তার ভক্তদের মনে জল্পনা, রুক্মিনীকেই বিয়ে করছেন দেব? আর টলিউডের খোকাবাবু কবে বর সাজছেন তা নিয়েও ভক্তদের সমান আগ্রহ। এই বিয়ের কার্ডটি ঘিরে নানা মন্তব্য করছেন তারা। এন এইচ, ১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36XIRhW
January 14, 2020 at 07:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top