লাহোর, ২৪ জানুয়ারি - সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান-বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামছে দুদল। স্বভাবতই বহুল প্রতীক্ষিত এ লড়াইয়ে পাক একাদশ কেমন হবে-তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। তাতে ২-০ ব্যবধানে হারেন বাবর বাহিনী। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাক স্কোয়াডে এসেছে ব্যাপক পরিবর্তন। দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। চোট কাটিয়ে ফিরেছেন তরুণ পেস সেনসেশন শাহীন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে এ ত্রয়ীর খেলা মোটামুটি নিশ্চিত। এ ছাড়া গ্রিন জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটতে পারে বিগ ব্যাশে আলো ছড়ানো পেসার হারিস রউফের। পাশাপাশি পথচলা শুরু হতে পারে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম করা ব্যাটার আহসান আলির। এবারের পাক দলে নেই অভিজ্ঞ মোহাম্মদ আমির, হারিস সোহেল ও ইমাম-উল হক। স্বাভাবিকভাবেই তিনটি জায়গা ফাঁকা রয়েছে। সেসব স্থানে কারা স্থলাভিষিক্ত হন তাই দেখার। সম্ভাব্য পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আহসান আলি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন। সূত্র : যুগান্তর এন এইচ, ২৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36ouMsG
January 24, 2020 at 08:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top