ঢাকা, ২৪ জানুয়ারী - আজ মাঠে গড়াচ্ছে পাকিস্তান-বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামছে দুদল। স্বভাবতই বহুল প্রতীক্ষিত এ লড়াইয়ে টাইগার একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। নেপথ্যে যথেষ্ট যুক্তিও আছে। কারণ স্কোয়াডে রয়েছে পাঁচ ওপেনার। কাকে কোন জায়গায় খেলানো হয় মূলত সেটিই এখন দেখার বিষয়। কয়েক দিন আগে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে হেরফের ঘটতে পারে। রদবদল ঘটতে পারে ব্যাটিং লাইনআপেও। ওপেনারদেরও মিডলঅর্ডারে খেলতে হতে পারে। অধিকন্তু দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার অভাব পূরণে কার ওপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট, সেখানেও চোখ থাকছে। সর্বোপরি দলে নেই কোনো বাঁহাতি স্পিনার। যদিও সেই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তবে কোন বিকল্প পথে সেই জায়গা পূরণ করে সেদিকে দৃষ্টি রয়েছে দেশের কোটি ক্রিকেটপ্রেমীদের। তবে একটা বিষয় মোটামুটি নিশ্চিত। গেল নভেম্বরে ভারত সফরে খেলা পেস অ্যাটাকই বহাল থাকছে পাকিস্তানের বিপক্ষে। যেখানে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সম্ভাব্য বাংলাদেশ একাদশ তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো। সুত্র : বিডি২৪লাইভ এন এ/ ২৪ জানুয়ারী



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tKdk4o
January 24, 2020 at 06:48AM
24 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top