ঢাকা, ৩১ জানুয়ারি - চলতি বছরেই মুক্তির প্রহর গুনছে ঊনপঞ্চাশ বাতাস সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ছোট পর্দার নির্মাতা মাসুদ হাসান উজ্জল। আর এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছবিটির ফার্স্ট লুক অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে অনেক আগেই। এবার প্রকাশ হলো সিনেমাটির টিজার। বৃহস্পতিবার রাতে সিনেমাটির সোয়া ১ মিনিটের টিজারটি প্রকাশ করা হয়। মাত্র ৬০ সেকেন্ডের টিজারের সংলাপ, সিনেমাটোগ্রাফি, সংগীত সিনেমাটির প্রতি অন্যরকম আগ্রহ তৈরি করেছে। টিজারের শেষ দিকে মন খারাপ করো না। সবকিছু জেনে যাবার বাইরে কিছুটা তো অজানা থেকেই যায়। সংলাপটি নাড়া দিয়ে গেছে দর্শকের মনে। সব মিলিয়ে আলোচনায় ঊনপঞ্চাশ বাতাস সিনেমার টিজার। ভালোলাগা থেকেই অনেকে শেয়ার করছেন টিজারটি। পাশাপাশি প্রশংসা করছেন সিনেমাপ্রেমীরা।টিজারে দেখা যাচ্ছে শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণকে। তাদের অভিনয়ও মুগ্ধতা ছড়িয়ে চলেছে। ঊনপঞ্চাশ বাতাস-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। এন এইচ, ৩১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GIQ8qk
January 31, 2020 at 04:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top