ঢাকা, ১১ জানুয়ারি - প্লে-অফের চার দল নির্ধারিত হয়ে গেছে শুক্রবার রাতেই। তবে এখনও বাকি রয়েছে প্রথম পর্বের দুইটি ম্যাচ। মজার বিষয় হলো, এ দুই ম্যাচে আবার লড়বে প্লে-অফ নিশ্চিত হওয়া চারটি দলই। যার ফলে শীর্ষ দুইটি স্থান নির্ধারণের জন্য এ দুই ম্যাচের গুরুত্ব রয়েছে অনেক। রাউন্ড রবিন লিগের শেষ দিনের প্রথম ম্যাচে বর্তমান টেবিল টপার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে রাজশাহী রয়্যালস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। আগে ব্যাট করতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম। দুই দলের প্রথম সাক্ষাতে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল চট্টগ্রাম। ইমরুল কায়েসের ৪১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে ৯ বল হাতে রেখেই রাজশাহীর করা ১৬৬ রান টপকে যায় সবার আগে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম। আজ প্রতিশোধ নিতে চট্টগ্রামকে আগে ব্যাট করতে পাঠালো রাজশাহী। বলা বাহুল্য, গত ৭ জানুয়ারির ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল চট্টগ্রাম। এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৮ জয়ে সবার ওপরে অবস্থান করছে চট্টগ্রাম। সমান ম্যাচে ৭ জয় নিয়ে নেট রানরেটের তারতম্যের কারণে রাজশাহীর অবস্থান চতুর্থ। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। রাজশাহী একাদশ: লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল, অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী এবং মোহাম্মদ ইরফান। চট্টগ্রাম একাদশ: ক্রিস গেইল, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান সোহান, লিয়াম প্লাঙ্কেট, জিয়াউর রহমান, রায়াদ এমরিট, নাসুম আহমেদ ও রুবেল হোসেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36KDTF2
January 11, 2020 at 01:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top