সিলেট, ১ জানুয়ারি- ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পর্ব শেষ করে এবার বঙ্গবন্ধু বিপিএল যাচ্ছে সিলেটে। সেখানে আসরের চতুর্থ পর্ব খেলবে ক্রিকেটাররা, হবে ছয়টি ম্যাচ। সবুজঘেরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে তিনদিনে হবে ম্যাচগুলো। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী রয়্যাল ও রংপুর রেঞ্জার্স। এদিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স। ঢাকার মিরপুর স্টেডিয়ামে তৃতীয় পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নয় ম্যাচে ছয় জয়ে দলটির সংগ্রহ ১২ পয়েন্ট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থস্থানে আছে যথাক্রমে সাত ম্যাচ খেলা খুলনা টাইগার্স, আটটি করে ম্যাচ খেলা ঢাকা প্লাটুন ও রাজশাহী। তিনটি দলের পয়েন্টই ১০ করে। কিন্তু রান রেটের কারণে আগে-পিছে আছে তারা। আট ম্যাচে ৬ করে পয়েন্ট নিয়ে কুমিল্লা ও রংপুর আছে পঞ্চম ও ষষ্ঠস্থানে। মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে সিলেট। সিলেট পর্ব শেষে বোঝা যাবে কোন কোন দল শীর্ষ চারে পৌঁছাবে। সিলেট পর্ব শেষে ফের ঢাকায় ফিরবে বিপিএল। পঞ্চম ধাপে লিগ পর্বে আটটি ম্যাচ শেষে হবে শুরু হবে শেষ চারের লড়াই। সিলেট পর্বে বঙ্গবন্ধু বিপিএলের সূচি ২ জানুয়ারি ২০২০ (বৃহস্পতিবার) রাজশাহী রয়্যালস-রংপুর রেঞ্জার্স সিলেট থান্ডার-কুমিল্লা ওয়ারিয়র্স ৩ জানুয়ারি (শুক্রবার) ঢাকা প্লাটুন-খুলনা টাইগার্স সিলেট থান্ডার-রংপুর রেঞ্জার্স ৪ জানুয়ারি (শনিবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স সিলেট থান্ডার-রাজশাহী রয়্যালস। আর/০৮১৪/০১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37puVNf
January 01, 2020 at 09:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন