ঢাকা, ১ জানুয়ারি- অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর ক্রিকেটের বড় ইভেন্ট। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে চার বছর পরে বসবে চার-ছক্কা ক্রিকেটের এই আসর। এছাড়া এশিয়ার দলের জন্য আরেকটি বড় আসর এশিয়া কাপ। সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ কাছাকাছি সময়ে হবে। বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হবে বলে এশিয়া কাপ নিয়ম অনুযায়ী, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আয়োজন করা হবে। বিশ্বকাপের মূল পর্বে খেলতে অবশ্য বাংলাদেশকে বাছাইপর্ব পেরোতে হবে। আগামী বছরে বড় দুই ক্রিকেট ইভেন্ট ছাড়াও সাতটি সিরিজ আছে বাংলাদেশের। এর মধ্যে ওয়ানডে সিরিজ মাত্র একটি। তাও আগামী বছরের শেষে। আর ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজ কেবল একটি আয়ারল্যান্ডে। বাকি সিরিজ টেস্ট এবং টি-টোয়েন্টির। সূচি অনুযায়ী, আগামী বছর দুবার বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। বছরের মাঝামাঝিতে অর্থাৎ জুনে আসবে দুই ম্যাচের টেস্ট খেলতে। আর অক্টোবরে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা আছে তাদের। বাংলাদেশের নতুন বছরের প্রথম সফরটা পাকিস্তানে। নিরাপত্তার কারণে বছরের প্রথম সূচি নিয়েই দেখা দিয়েছে নানান সংকট। বাংলাদেশ দলের ২০২০ সালের সূচি: জানুয়ারি-ফেব্রুয়ারি: বাংলাদেশ দলের পাকিস্তান সফর-২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি মার্চ: জিম্বাবুয়ের বাংলাদেশ সফর- ১ টেস্ট, ৫ টি-টোয়েন্টি মে: বাংলাদেশের আয়ারল্যান্ড সফর-১ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি জুন: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর-২ টেস্ট আগস্ট: বাংলাদেশের শ্রীলংকা সফর-৩ টেস্ট সেপ্টেম্বর: নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর- ২ টেস্ট সেপ্টেম্বর-অক্টোবর: এশিয়া কাপ অক্টোবর: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর- ৩ টি-টোয়েন্টি অক্টোবর: বিশ্বকাপ (বাছাইপর্ব উতরানো সাপেক্ষে) ডিসেম্বর: শ্রীলংকার বাংলাদেশ সফর-৩ ওয়ানডে আর/০৮১৪/০১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QASgVp
January 01, 2020 at 09:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন