গুয়াহাটি, ০৫ জানুয়ারি - আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বছরটা শেষ হয়েছে রাঙিয়ে। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে সহজেই হারিয়েছে তারা। বছরের শুরুতে ভারতের সামনে এবার শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ (রোববার) গুয়াহাটিতে। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই দেখা যাবে জাসপ্রিত বুমরাহকে, চোট কাটিয়ে দলে ফিরছেন ভারতের নাম্বার ওয়ান পেসার। বুমরাহকে নিয়ে কেমন হবে স্বাগতিক দলের একাদশ? চলুন দেখে নেয়া যাক এক নজরে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মাকে। তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে দেখা যাবে অভিজ্ঞ শিখর ধাওয়ান আর লোকেশ রাহুলকে। চোট কাটিয়ে এই সিরিজ দিয়েই আবারও জাতীয় দলে ফিরছেন ধাওয়ান। আর রাহুল তো সর্বশেষ সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে ছিলেন দারুণ ছন্দে। তিনে যথারীতি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি মাইলফলকের সামনে তিনি। আর এক রান করলেই রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন কোহলি। এই মুহূর্তে তার আর রোহিতের রান সমান, ২৬৩৩। হার্ডহিটিং ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরা শ্রেয়াস আয়ার খেলবেন চারে। চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার নম্বরে নেমে শ্রেয়াস নির্ভরতা দিয়েছিলেন দলকে। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনেছিলেন তিনি। পাঁচে খেলবেন শিভাম দুবে। হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে তাকে। ব্যাট হাতে লম্বা ছক্কা হাঁকাতে পারেন। বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে দিতে পারেন উইকেট। ছয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। সাম্প্রতিক সময়ে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও হার্ডহিটিং ব্যাটিং প্রতিভার কারণে তাকেই মহেন্দ্র সিং ধোনির সেরা বিকল্প ভাবা হয়। সাতে রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। কিন্তু টেস্টে দারুণ ফর্মে ছিলেন তিনি। ব্যাট হাতেও ভরসা দিতে পারেন দলকে। ফিল্ডিংয়ে তিনি আবার বিশ্বের সেরাদের মধ্যেই পড়েন। ভারতীয় একাদশে আট নম্বর জায়গাটিতে দেখা যাওয়ার সম্ভাবনা ওয়াশিংটন সুন্দরকেই। মূলত স্পিনার হলেও ব্যাটিংটাও মোটামুটি জানেন সুন্দর। টি-টোয়েন্টিতে বোলিং ওপেন করতেও দেখা যায় তাকে। পরের জায়গাটিতে দেখা যাবে কুলদ্বীপ যাদবকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ এক হ্যাটট্রিক করেছিলেন এই চায়নাম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে তাই প্রথম ম্যাচ থেকেই দেখা যাওয়ার কথা তাকে। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফিরছেন পেসার জাসপ্রিত বুমরাহ। তার পরিচয় তো আলাদা করে দেয়ার কিছু নেই। ভারত তথা বিশ্বেরই অন্যতম সেরা এই পেসার দীর্ঘদিন পর মাঠে ফিরে ছন্দ ফিরে পান কি না, সেটি দেখতেই মুখিয়ে সবাই। পেস বোলার কোটায় অভিজ্ঞ বুমরাহর সঙ্গে দেখা যেতে পারে নভদ্বীপ সাইনিকে। গতির কারণে তিনি আলাদা করে নজর কেড়েছেন। লঙ্কান ব্যাটসম্যানদের গতিঝড়ে বিপদে ফেলতে পারেন ডানহাতি এই পেসার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36wlADy
January 05, 2020 at 06:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন