গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে বছর শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অপরদিকে এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ডার্বি ড্র করে পয়েন্ট হারিয়েছে আরেক জায়ান্ট বার্সেলোনা। রিয়ালের হয়ে গোল পেয়েছেন ডিফেন্ডার রাফায়েল ভারানে ও লুকা মদরিচ। অন্য গোলটি আত্মঘাতী। আর বার্সেলোনার হয়ে দুটি গোলের একটি করেন সুয়ারেজ। অন্যটি আসে ভিদালের কাছ থেকে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে পেছনে ফেলে দিয়েছে রিয়াল। রিয়াল ম্যাচে স্কোর লাইন ৩-০ দেখে মনে হতে পারে ম্যাচটি ছিল একপেশে। কিন্তু ম্যাচের ব্যাপারটি ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথমার্ধে রিয়ালের গোলরক্ষক কোর্তোয়ার পরীক্ষা নিয়েছে গেতাফে। বেশ কয়েকবার দলকে বাঁচিয়েছেন তিনি। উল্টো আত্মঘাতী গোলে ৩৪ মিনিটে এগিয়ে যায় মাদ্রিদ। একটি ক্রস থেকে আসা বল রাফায়েল ভারানের মাথা ও গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। ৫৩ মিনিটে ভারানের গোলে রিয়ালের স্কোর লাইন ২-০। টনি ক্রুসের ফ্রি কিকে হেডে গোলটি করেন ফরাসি ডিফেন্ডার। মনে হচ্ছিল ২-০ গোলেই শেষ হবে ম্যাচ। শেষ বাঁশি বাজার আগে স্কোর ৩-০ এ দার করিয়েছেন মদরিচ। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট রিয়ালের। এদিকে, এস্পানিওলের সঙ্গে ডার্বি ড্র করেছে বার্সেলোনা। প্রথমার্ধে বলের দখলে বার্সেলোনা ৭৫ শতাংশ এগিয়ে থাকলেও জেতা হয়নি ম্যাচটি। এস্পানিওলের হয়ে প্রথম গোলটি করেন লোপেজ। ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় উ লেই। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে ২ গোল। এরপর ফ্রেঙ্কি ডি ইয়ং দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের বার্সাকে পেয়ে বসে এস্পানিওল। ম্যাচের একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে থেকেও ম্যাচটি জিততে পারেনি বার্সেলোনা। শেষ মুহূর্তে বার্সেলোনার জালে আরও একবার বল জড়ায় এস্পানিওল। নিজেদের মাঠে প্রথমার্ধে গোল ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে এস্পানিওল। যদিও গোলটি অফসাইড ছিল কি না সেটা নিয়ে আলোচনার টেবিলে বসা যেতেই পারে। গোল হজমের পর প্রথমার্ধের শেষ মুহূর্তে ফ্রি কিক কাজে লাগাতে পারেননি মেসি। তার একটি হেড রুখে দেন এস্পানিওনল গোলরক্ষক ডিয়াগো লোপেজ। এরপর সুয়ারেজের একটি শটও গোলপোস্টে না লাগলে সমতায় ফিরতে পারত অতিথিরা। হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে বার্সার নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টেরস্টেগান। টেরস্টেগানের জায়গায় আজ ন্যাটোকে খুব একটা দক্ষ মনে হয়নি। দ্বিতীয়ার্ধে একইভাবে চাপ প্রয়োগ করে খেলে বার্সেলোনা। ভালভার্দের শিষ্যরা গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ম্যাচের ৫০তম মিনিটে জর্ডি আলবার বাড়ানো বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান সুয়ারেজ। ৫৯ মিনিটে সুয়ারেজের বাড়ানো বলে গোল করেন বদলি খেলোয়াড় ভিদাল (২-১)। এরপর ৬৬ মিনিট আর ৭৫ মিনিটে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডি ইয়ংকে। দশজনের বার্সাকে পেয়ে বলের দখল বাড়িয়ে খেলার চেষ্টা করে এস্পানিওল। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকেরা ৮৮ মিনিটে এসে দেখা পায় গোলের। ভারগাসের বাড়ানো বল জালে জড়িয়ে নিজেদের সমতায় ফেরান এস্পানিওলন খেলোয়াড় উ লেই। পয়েন্ট হারালেও রিয়ালের কাছ থেকে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কাতালানরা। ১৯ ম্যাচে সমান ৪০ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে ফের বার্সেলোনা। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/০৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36BQeLq
January 05, 2020 at 04:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top