ঢাকা, ২৭ জানুয়ারি - বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষের দিকে পৌঁছতেই আলোচনা শোনা যাচ্ছিলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ব্যাপারে। বিপিএলের পরই হবে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট- এমনটাই ছিলো সকলের আশা। কিন্তু এর মাঝেই হুট করে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ। যে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটও হয়ে গেলো আজ (সোমবার)। জাতীয় দলের খেলোয়াড়সহ মোট ৫৪ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে অংশগ্রহণকারী দলগুলো। আগের আসরে খেলা ক্রিকেটারদের মধ্যে ৬ জন করে ধরে রেখেছে চার দল। ড্রাফট থেকে বেছে নেয়া হয়েছে বাকি ৩০ জনকে। তিন রাউন্ডের এ টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়রা খেলবেন প্রথম ও তৃতীয় রাউন্ডে। পাকিস্তান সফরের কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলা হবে না তাদের। তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, আফিফ হোসেনরা খেলবেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে। মুশফিকুর রহীম, লিটন দাস, তাসকিন আহমেদদের দেখা বিসিবি উত্তরাঞ্চলে। মাহমুদউল্লাহ রিয়াদ, আবদুর রাজ্জাক, এনামুল হকদের নিয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল। আর ওয়ালটন মধ্যাঙ্কলে আছেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজরা। এদিকে ম্যাচ ফি বাড়ছে বিসিএলেও। জাতীয় লিগে খেলোয়াড়রা পেয়েছিলেন ম্যাচ প্রতি ৬০ হাজার টাকা, বিসিএলে পেতে পারেন ৬৫ হাজার টাকা। দেখে নেয়া যাক বিসিএলের চার দলের স্কোয়াড বিসিবি উত্তরাঞ্চল: লিটন দাস, তাসকিন আহমেদ, সুমন খান, রনি তালুকদার, মাহিদুল ইসলাম, তানভীর হায়দার, সানজিত সাহা, রিশাদ হোসেন, জহুরুল ইসলাম, সালাউদ্দিন শাকিল, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী ও মুক্তার আলী। ধরে রাখা খেলোয়াড়: মুশফিকুর রহিম, আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন। বিসিবি দক্ষিণাঞ্চল মাহমুদউল্লাহ, ফজলে রাব্বী, শামসুর রহমান, ফরহাদ রেজা, আল আমিন জুনিয়র, কামরুল ইসলাম, নাসুম আহমেদ, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান সুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান, রুবেল মিয়া। ধরে রাখা খেলোয়াড়: আবদুর রাজ্জাক, আল আমিন, এনামুল হক, মেহেদী হাসান, নুরুল হাসান, শফিউল ইসলাম। ওয়ালটন মধ্যাঞ্চল মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকের আলী, নাঈম শেখ, নাজমুল ইসলাম, ইরফান হোসেন, আবদুল মুজিব, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ। ধরে রাখা খেলোয়াড়: সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হোসেন, আরাফাত সানি, শদিউল ইসলাম। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, হাসান মাহমুদ, পিনাক ঘোষ, তাইজুল ইসলাম, জাকির হাসান, তানভীর ইসলাম, নাসির হোসেন, অমিত হাসান, রাজা, ইমানুর উজ জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী। ধরে রাখা খেলোয়াড়: তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু জায়েদ, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2U2ibsu
January 27, 2020 at 02:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন