ঢাকা, ২৭ জানুয়ারি - করোনাভাইরাসের কারণে চীনে যাওয়া হচ্ছে না বাংলাদেশের ছয় অ্যাথলেটের। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি চীনের হাংজুতে হওয়ার কথা ছিল এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। দেশটিতে ভয়াবহ করোনাভাইরাসের প্রভাবের কারণে প্রতিযোগিতাটি বাতিল করা হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের ছয় অ্যাথলেটের। ৬০ মিটার স্প্রিন্ট্রে বিকেএসপির হাসান আলী, ইসমাইল হোসেন, উচ্চ লম্ফে মাহফুজুর রহমান শুভ, দীর্ঘ লম্ফে আল-আমিন, ৪০০ মিটারে জহির রায়হান ডনস এবং ৮০০ ও ১৫০০ মিটারে আল-আমিনের এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, প্রতিযোগিতা হবে না বলে আয়োজকরা ইতোমধ্যে তাদের জানিয়ে দিয়েছে। রোববারই প্রতিযোগিতা বাতিলের বিষয়টি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে আয়োজকর। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু জানিয়েছেন, প্রতিযোগিতা বাতিল করা করা হয়েছে। তবে বাতিল না হলেও এ প্রতিযোগিতায় আমরা অ্যাথলেটদের পাঠাতাম না। জীবনের চেয়ে খেলা বড় নয়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37w7IJT
January 27, 2020 at 02:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন