সিলেট, ০২ জানুয়ারি - রবি বোপারার ফিফটি এবং শোয়েব মালিক ও আফিফ হোসেনদের চল্লিশ ছুঁইছুঁই ইনিংসে ভর করে রংপুর রেঞ্জার্সের সামনে ৪ উইকেট হারিয়ে ১৮০ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী রয়্যালস। বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। রংপুরের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় রাজশাহীর। দুই ওপেনার লিটস দাস ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে আসে ৫১ রান। তবে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে লিটন (১৯) ফিরে যাওয়ার পরের ওভারে বিদায় নেন আফিফও। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বলে স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে আফিফের ব্যাট থেকে আসে ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩২ রান। দুই ওপেনারকে হারানো রাজশাহীর হাল ধরেছিলেন শোয়েব মালিক। অধিনায়কের ৩১ বলে ৩৭ রানের ইনিংস ছাড়াও ইরফান শুকুরের ব্যাট থেকে আসে ২০ রান। তবে রানের চাকার গতি ততক্ষণে অনেকটা কমে গেছে। এরপর রবি বোপারা আর মোহাম্মদ নওয়াজ মিলে রাজশাহীকে রানের সংগ্রহে পৌঁছে দেন। ইংলিশ অলরাউন্ডার বোপারা ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ঠিক ৫০ রান এবং নওয়াজ ১৫ রানে অপরাজিত থাকেন। বল হাতে রংপুরের হয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ১টি করে উইকেট গেছে আরাফাত সানি ও নবীর দখলে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর এন এইচ, ০২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QD6Trx
January 02, 2020 at 10:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top