ইন্দোর, ৮ জানুয়ারি- হরভজন সিংহের বোলিং অ্যাকশন নকল করলেন বিরাট কোহলি। গতকাল মঙ্গলবার ইন্দোরে ভারত-শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে গা-ঘামানোর সময় এ ঘটনাটি ঘটে। পরে হরভজনকে অনুকরণ করে বিরাটের বোলিংয়ের ভিডিও সাড়া ফেলে ক্রিকেটমহলে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরভজন সিংহ যে অ্যাকশনে বল করেন, তা নকল করার পর মাঠে উপস্থিত প্রাক্তন অফস্পিনারের কাছে চলে যান বিরাট। ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে তখন মাঠে উপস্থিত ছিলেন হরভজন। তিনি নিজে আবার বোলিং অ্যাকশন করে দেখান। এমনকি বোলিংয়ের পর মাথায় হাত দিয়ে হতাশার ভঙ্গিও করেন হরভজন। বিরাট তাও অনুকরণ করেন। এ সময় মাঠে ছিলেন সদ্য ক্রিকেটকে বিদায় জানানো ইরফান পাঠান। বিরাট গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। জানা গেছে, এ ম্যাচে শ্রেয়াস আইয়ার ও অধিনায়ক কোহলির ব্যাটিংয়েই বড় ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। আইয়ার ২৬ বলে ৩৪ করে আউট হলেও কোহলি ১৭ বলে এক চার ও দুই ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন। সূত্র: আনন্দবাজার আর/০৮:১৪/০৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36vo4lo
January 08, 2020 at 10:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top